Logo
Logo
×

খেলা

‘ভারত ক্ষমতার দাপটে যা খুশি করছে’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১০:০০ পিএম

‘ভারত ক্ষমতার দাপটে যা খুশি করছে’

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ভারত। আগে থেকেই সেমিফাইনালে ভারতের ভেন্যু নির্ধারণসহ নানা কারণে আইসিসির বিরুদ্ধে ভারতকে সহায়তার অভিযোগ উঠছে।

সাধারণ ক্রিকেটপ্রেমী বা নেটিজেনরা নন এবার ভারতকে বাড়তি সুবিধা দেওয়ায় ক্ষোভ ঝাড়ছেন বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন প্রভাব খাটিয়ে বাড়তি সুবিধা আদায়ের অভিযোগ করেছেন। এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হকও ভারতকে নিশানা বানিয়েছেন।

সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ম্যাচের পর ভারতীয় পেসার আর্শদীপ সিংয়ের বিরুদ্ধে রিভার্স সুইং করতে দিয়ে বল বিকৃত করার অভিযোগ করেন ইনজামাম উল হক। তার সে অভিযোগ নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা চালাচালি চলছে তার।

ভারত বাড়তি সুবিধা পাচ্ছে, স্বীকার করলেন মাঞ্জরেকার

এর মধ্যেই এবার ভনের সঙ্গে সুর মিলিয়ে বিশ্বকাপে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে অভিযোগ করেছেন ইনজামামও, ‘দুটি সেমিফাইনালের দিকে তাকান। ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের জন্য কোনো অতিরিক্ত দিন নেই। এর ফলে খেলা ভেস্তে গেলে ভারত সেমিফাইনালে চলে যাবে। একটা প্রতিযোগিতায় বিভিন্ন ম্যাচের জন্য বিভিন্ন নিয়ম কী করে হয়!’

এক্ষেত্রে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভিন্ন নিয়মের কথাও সামনে এনেছেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক, ‘পাকিস্তান যখন এশিয়া কাপে সুবিধাজনক জায়গায় ছিল, তখন হঠাৎ আমাদের একটা বাড়তি দিনের কথা বলা হয়েছিল। একটা ম্যাচের জন্য আলাদা নিয়ম তৈরি করা হয়েছিল!’

ক্রিকেট বিশ্বে এখন অনেকটা একচ্ছত্র আধিপত্য ভারতের। ক্ষমতার জোরেই ভারত নিজেদের ইচ্ছামতো যা খুশি তা-ই করছে বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার, ‘আসলে ভারতীয় বোর্ডের এখন প্রচুর ক্ষমতা। যা খুশি করছে। ইংল্যান্ডও এমন করতে পারে না। আসলে একটা শক্তিই এখন ক্রিকেটটা চালাচ্ছে। এখন আর তিনটি বড় দেশ বা শক্তি নেই। এখন একটা বড় শক্তি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম