ইনজামাম উল হক এবং রোহিত শর্মা। ছবি সংগৃহীত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্শদীপ সিংয়ের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। এমন কথা চাউর হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। এরপর সেমিফাইনাল ম্যাচের আগে সেটা নিয়ে মুখ খুলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ইনজামামের মন্তব্যকে উড়িয়ে রোহিত বলেন, কিছু মন্তব্য করার আগে ‘মাথা খাটানো’ উচিত। এবার রোহিতের বিপক্ষে পাল্টা জবাব দিয়েছেন ইনজামাম।
ইংল্যান্ড ম্যাচের আগে সংবাদমাধ্যমে রোহিত শর্মা বলেন, ‘আমি এসব নিয়ে আর কী বলব। এত গরমের মধ্যে খেলা হচ্ছে। উইকেট এতটা শুকনো, যে বল নিজে থেকেই রিভার্স সুইং হয়। এটা সব দলের সঙ্গেই হচ্ছে, শুধু আমাদের সঙ্গে নয়। সব দলই রিভার্স সুইং করছে, তাই কখনো কখনো মাথা কাজে লাগানো দরকার। বুঝতে হবে কোন পরিবেশে ম্যাচ খেলছ, এটা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া নয়’।
Inzamam reply’s to @ImRo45 ⤵️
— M (@anngrypakiistan) June 28, 2024
“Demagh to hum apna khol le ge”
“Sharm ko humain nai btane ki zarort reverse swing Kase hota ha. Jo sikhane wale hain unhe nahi sikhana chahe”
“I just asked umpire to keep & mind open towards the ball”#T20IWorldCuppic.twitter.com/Jt8shvcjdH
রোহিতের এ মন্তব্য ভালোভাবে নেননি ইনজামাম। তার দাবি, তিনি মাঝ ওভারে বল রিভার্স সুইং হচ্ছে এটা আম্পায়ারদের চোখ রাখতে বলেছেন। বল বিকৃতি নিয়ে কোনো মন্তব্য করেননি।
ইনজামাম বলেন, ‘মাথা তো কাজে লাগাবোই। প্রথমত বল রিভার্স সুইং হয়েছে এটা তাহলে স্বীকার করেছে। আর রোহিতকে আমাদের শেখাতে হবে না রিভার্স সুইং কীভাবে হয়, কতটা রোদে হয় বা কোন পিচে হয়। যারা রিভার্স সুইং শিখিয়েছে, তাদের এসব শেখাতে নেই। ওকে বলো, যে এসব নিয়ে কথা বলা উচিত নয়’।
‘সাংবাদিক রোহিতকে ভুল প্রশ্ন করেছে। আমি বল বিকৃতির কথা বলিনি, শুধু বলেছিলাম আম্পায়ারদের চোখ খোলা রাখতে, কারণ ১৫ ওভারের পরেও রিভার্স সুইং হয়েছে। রোহিত বলছে মাথা খাটাতে, আমি বলছি চোখ আর মাথা দুই কাজে লাগাতে।’