Logo
Logo
×

খেলা

‘ফাইনালের জন্য সব রান জমিয়ে রেখেছেন কোহলি’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ০৬:০২ পিএম

‘ফাইনালের জন্য সব রান জমিয়ে রেখেছেন কোহলি’

গত বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ মাতিয়েছিলেন বিরাট কোহলি। হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ব্যাট যেন মৌনব্রত পালন করছে। তার ওপেনিং সঙ্গী রোহিত শর্মা স্বচ্ছন্দে ব্যাট করলেও কোহলি যেন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের উইকেটে মানিয়েই নিতে পারেননি।

তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আশা করছেন, ফাইনালেই আসল কোহলিকে দেখা যাবে। সব রান ফাইনালের জন্যই জমিয়ে রেখেছেন তিনি। ইংল্যান্ড ম্যাচের পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে রোহিত বলেন, ‘বিরাট কোয়ালিটি ক্রিকেটার। যেকোনো খেলোয়াড়ের ক্যারিয়ারেই বাজে সময় আসতে পারে। তবে সে কোন মানের খেলোয়াড় সেটা আমরা জানি। আপনি যখন ১৫ বছর ধরে খেলছেন, ফর্ম তখন কোনো সমস্যা নয়। হয়ত সে ফাইনালের জন্য (রান) জমিয়ে রাখছে।’

আগামী শনিবার (২৯ জুন) ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে মাঠে নামবে ভারত। সে ম্যাচে কোহলির সেরাটাই পেতে চাইবে দল।

কেন বুমরার সঙ্গে হাত মেলাতে রাজি হননি আম্পায়ার?

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সাত ইনিংসে ব্যাট করে মোটে ৭৫ রান করেছেন কোহলি। এর মধ্যে পাঁচ ম্যাচে দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেননি। গ্রুপ পর্বের ৩ ম্যাচে স্রেফ পাঁচ রান করতে সক্ষম হন কোহলি।

তবে সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে ২৪ ও বাংলাদেশের সঙ্গে ৩৭ রান করে কিছুটা ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সুপার এইটের শেষ ম্যাচে ফের ছন্দপতন! অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের খাতাই খুলতে পারেননি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও ৯ রানের বেশি করতে পারেননি।

সবমিলিয়ে ব্যাট হাতে এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ছায়া হয়েই আছেন কোহলি। তবে সতীর্থ এবং বোদ্ধাদের কাছ থেকে এই দুঃসময়ে সমর্থন পাচ্ছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ব্যাটের দিকেই তাকিয়ে ভারত সমর্থকরা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম