Logo
Logo
×

খেলা

ফুটবলারপত্নীর রহস্যময় পোস্ট, ইংল্যান্ড দলে অশান্তি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১২:১২ পিএম

ফুটবলারপত্নীর রহস্যময় পোস্ট, ইংল্যান্ড দলে অশান্তি

ছবি: সংগৃহীত

এবারের ইউরোর অন্যতম ফেভারিট ইংল্যান্ড। সবচেয়ে বেশি তারকা ফুটবলার আছেন এই দলটিতে। সমর্থকদের প্রত্যাশাটাও তাই বেশি। তবে সমস্যা হলো শেষ ষোলো নিশ্চিত করলেও গ্রুপপর্বে সেই প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি ইংলিশরা। এই অবস্থায় ফুটবলারদের মনঃসংযোগ বাড়াতে বান্ধবী ও স্ত্রীদের একসঙ্গে থাকার অনুমতি দিয়েছিল দলটির কোচ গ্যারেথ সাউথগেট। উদ্দেশ্য যেকোনো মূল্যে ইউরোতে সেরা সাফল্য পাওয়া। তবে কাজে আসছে না সেটিও। উল্টো ডিফেন্ডার কিরান ট্রিপিয়ারের স্ত্রীর রহস্যময় পোস্ট নিয়ে ইংল্যান্ড দলে বাড়ছে অশান্তি।

ইংলিশ ফুটবলারদের কেবল ফুটবলেই মনোযোগ রাখতে বাইরের আলোচনা থেকে দূরে রাখতে চেয়েছিলেন সাউথগেট। যে জন্য ফুটবলারদের ব্যক্তিগত কোনো খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাতেও বারণ করা হয়েছিল। তবে সেটা মানেননি ট্রিপিয়ারের পত্নী শার্লট। এরইমধ্যে ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন তিনি। যা দলের মধ্যে অশান্তি তৈরি করছে বলে খবর দেশটির গণমাধ্যমের।

শার্লট তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘আজ হোক বা কাল, তুমি এই অবস্থা থেকে বেরিয়ে আসবেই। সেটাই হবে তোমার কাছে বিশ্বের সেরা অনুভূতি।’ এখানে ‘তুমি’ বলতে কাকে বোঝাতে চেয়েছেন শার্লট। ‘এই অবস্থা’ মানেই বা কিসের ইঙ্গিত দিয়েছেন তিনি সেটা অবশ্য স্পষ্ট নয়। তবে সমস্যা তৈরি হয়েছে তখন, যখন খোঁজ নিয়ে দেখা গেছে ট্রিপিয়ারকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন তার স্ত্রী শার্লট। যদিও এখনও ট্রিপিয়ার শার্লটকে আনফলো করেনি। যা নিয়েই সম্পর্কের ভাঙনের আভাস পাচ্ছেন অনেকে। আর সেটি হলে খেলায় মনোযোগ দেওয়া কঠিনই বটে।

তাছাড়া এ ব্যাপারে ফুটবলারদের আগে থেকেই নির্দেশ দিয়ে রেখেছিলেন সাউথগেট। ফুটবলারদের পরিবার ও আত্মীয়দের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, ইউরো চলাকালীন ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েন যাতে কোনও ভাবেই বাইরে না আসে। কেননা, এসব বিষয় ফুটবলারদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটায়। বারণ সত্ত্বেও এসব খবর বাইরে আসায় তাই স্বাভাবিকভাবেই হচ্ছে সমালোচনা। যা নিয়ে দলের মধ্যেও অশান্তি বাড়ছে বলে জানা গেছে। তাছাড়া মাঠের পারফরম্যান্সের প্রভাব তো আছেই।

গ্রুপপর্বে তিন ম্যাচে ১ জয় ও ২ ড্রয়ে টেবিলের শীর্ষে থেকে শেষ ষোলোতে পা রেখেছে ইংল্যান্ড। যেখানে তাদের লড়তে হবে স্লোভাকিয়ার বিপক্ষে। সেই ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৩০ জুন রাত ১০ টায়। সেই ম্যাচে এসব ঘটনার প্রভাব পড়ে কিনা সেটিই এখন দেখার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম