বেশ কয়েকদিন ধরে ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালেও বাগড়া দিয়েছে বৃষ্টি। যার ফলে বাংলাদেশ সময় রাত ৮টায় টস হওয়ার কথা থাকলেও তা আপাতত পিছিয়ে গেছে।
কখন টস হবে সে ব্যাপারে অবশ্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত আম্পায়াররা কিছু জানাননি। আকু ওয়েদারের দেওয়া আবহাওয়ার পূর্বাভাস সূত্রে জানা গেছে, দিন যত গড়াবে, গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম এলাকায় বৃষ্টির সম্ভাবনা ততই বাড়বে।
যেহেতু দ্বিতীয় সেমিফাইনালে কোনো রিজার্ভ ডে নেই, তাই ম্যাচ অফিসিয়ালরা ম্যাচটি আজকেই সম্পন্ন করার যথাসম্ভব চেষ্টা করবেন। সেজন্য ২৫০ মিনিট অতিরিক্ত সময় দিয়েছে আইসিসি। ১০ ওভারের ম্যাচের জন্য বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন আম্পায়াররা।
ধোনি নেই, এবার বিশ্বকাপ জিতবে ভারত!
এই সময়ের মধ্যে যদি অন্তত ১০ ওভারের ম্যাচ শুরু করা না যায়, সেক্ষেত্রে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করবেন।
সুপার এইটে নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে ওঠায় ম্যাচ পণ্ড হলে ফাইনালে চলে যাবে ভারত। প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে এরই মধ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।