মহেন্দ্র সিং ধোনিকে সহ্যই করতে পারেন না যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত মাঠে নামার আগে ধোনিকে নিশানা বানিয়েছেন তিনি। বলেছেন, ধোনি না থাকায় ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা বহুগুণ বেড়ে গেছে।
যোগরাজ সিং বরাবরই অভিযোগ করে এসেছেন, ধোনির কারণে তার ছেলে যুবরাজ সিংয়ের ক্যারিয়ারের ক্ষতি হয়েছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের বিশেষ দূত হিসেবে কাজ করছেন যুবরাজ। এদিকে গ্রুপ পর্ব এবং সুপার এইট পেরিয়ে ভারত এখন শিরোপা উঁচিয়ে ধরা থেকে মেবল দুই ম্যাচ দূরে অবস্থান করছে।
এমন সময় একটি ভারতীয় সংবাদমাধ্যম যোগরাজ সিংয়ের কাছে বিশ্বকাপে ভারতের কাছে তার প্রত্যাশা নিয়ে জানতে চেয়েছিল। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে ধোনির প্রসঙ্গ টেনে আনেন যুবরাজের বাবা, ‘একজন ভারতীয় হিসাবে আমি মনে করি ভারতীয় দলের সফল হওয়া উচিত। এবার ধোনি নেই, তাই আমরা জিতব।’
বল টেম্পারিংয়ের অভিযোগ নিয়ে আমি কী জবাব দেব: রোহিত
গৌতম গম্ভীর এবং ভারতের অধিনায়ক রোহিত শর্মাও এমন মন্তব্য করেছেন বলে দাবি করেন যোগরাজ, ‘গৌতম গম্ভীর ও রোহিত শর্মাও একই কথা বলছেন। ধোনির কারণেই এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসকে হারের মুখে পড়তে হয়েছে।’
যোগরাজ সিং আরও যোগ করেন, ‘একজন ভারতীয় হিসেবে আমি চাই ভারত জিতুক। এমএস ধোনি না থাকায় ভারত এখন বিশ্বকাপ জিতবে। গোটা বিশ্ব এটা বলছে। আর এই ঈর্ষান্বিত ধোনি, তিনি কোথায়? এমনকি তিনি যুবরাজের সঙ্গে হাত মেলাননি এবং সে কারণেই এই বছর সিএসকে (চেন্নাই সুপার কিংস) ব্যর্থ হয়েছে।’
উল্লেখ্য, আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।