Logo
Logo
×

খেলা

বিশ্বকাপ ব্যর্থতার জেরে এবার শ্রীলংকার হেড কোচের পদত্যাগ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ১২:৪৭ পিএম

বিশ্বকাপ ব্যর্থতার জেরে এবার শ্রীলংকার হেড কোচের পদত্যাগ

ক্রিস সিলভারউড। ছবি সংগৃহীত

সময়টা একদম ভালো যাচ্ছে না শ্রীলংকার। গতকাল দলটির পরামর্শকের পদ থেকে সরে দাঁড়ান সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। এবার পদত্যাগ করেছেন দলটির হেড কোচ ক্রিস সিলভারউড। ধারণা করা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জেরেই পদত্যাগ করেছেন তিনি। তবে পদত্যাগের সিদ্ধান্তকে স্রেফ ব্যক্তিগত হিসেবে উল্লেখ করেছেন সাবেক এ ইংলিশ ক্রিকেটার।

২০২২ সালের এপ্রিলে শ্রীলংকা দলের দায়িত্ব নেন সিলভারউড। এরপর কঠিন পথই পাড়ি দিতে হয়েছে তাকে।  ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে মোটে ২টি জয় পায় শ্রীলংকা।  আর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বও পেরোতে পারেননি ২০১৪ আসরের চ্যাম্পিয়নরা।  

তবে ব্যর্থতার মধ্যেও সিলভারউডের অধীনে বেশ কিছু সাফল্য আছে শ্রীলংকার।  ২০২২ সালে এশিয়া কাপ জিতেছেন লংকানরা। আর গত বছরের এশিয়া কাপে রানার্সআপ হয় দেশটি। 

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে সিলভারউড বলেন, ‘আন্তর্জাতিক কোচ হওয়া মানে প্রিয়জনদের থেকে দীর্ঘ সময় দূরে থাকা। পরিবারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর মনে করছি এখনই আমার বাড়ি ফেরার সময় এবং পরিবারের সান্নিধ্যে সময় কাটানো প্রয়োজন।’

‘আমি খেলোয়াড়, কোচ, ব্যাকরুম স্টাফ এবং এসএলসির (শ্রীলংকা ক্রিকেট) ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। শ্রীলংকায় থাকার সময়ে তাদের সমর্থন ছিল অসাধারণ।  সমর্থন ছাড়া, কোনো সাফল্য সম্ভব হতো না।’

জুলাই-আগস্টে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে শ্রীলংকা। তার আগে নতুন কোচ নিয়োগ করতে হবে এখন শ্রীলংকাকে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম