Logo
Logo
×

খেলা

শ্রীলংকা দলের পরামর্শক পদ ছাড়লেন জয়াবর্ধনে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১০:৫৭ পিএম

শ্রীলংকা দলের পরামর্শক পদ ছাড়লেন জয়াবর্ধনে

ছবি সংগৃহীত

সময়টা একদমই ভালো যাচ্ছে না শ্রীলংকার। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বাদ পড়েছে ২০১৪ আসরের শিরোপাজয়ী দলটি। এবার শ্রীলংকা দলের পরামর্শক পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। বুধবার জয়াবর্ধনের পদত্যাগের বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

গত ওয়ানডে বিশ্বকাপেও লিগপর্ব থেকে বিদায় নেয় শ্রীলংকা। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির দরজাও বন্ধ লংকানদের। সুযোগ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ঘুরে দাঁড়ানোর কিন্তু সেটা হয়নি। গ্রুপপর্বের চার ম্যাচে দুইটিতেই হারে শ্রীলংকা। ১ ম্যাচে জয় পেলেও বৃষ্টির কারণে ভেস্তে যায় অপর ম্যাচ।

বিবৃতিতে লংকান বোর্ড জানায়, জয়াবর্ধনে তার মেয়াদকালে দেশের ক্রিকেট কাঠামোতে বেশ কিছু পরিবর্তন এনেছেন। জাতীয় দলের পাশাপাশি হাইপারফরম্যান্স ইউনিটেও রেখেছেন ভূমিকা।  

জাতীয় দলের দায়িত্ব ছাড়লেও জয়াবর্ধনেকে ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড।

২০২২ সালে এক বছরের জন্য শ্রীলংকা দলে পরামর্শকের দায়িত্ন নেন জয়াবর্ধনে। পরবর্তীতে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয় আরও এক বছর। তবে এবার এখানেই থামলেন জয়াবর্ধনে। ধারণা করা হচ্ছে বিশ্বকাপ ব্যর্থতার জেরেই সরে দাঁড়িয়েছেন তিনি।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম