Logo
Logo
×

খেলা

আইসিসির বিরুদ্ধেই ফিক্সিংয়ের অভিযোগ!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১০:০৪ পিএম

আইসিসির বিরুদ্ধেই ফিক্সিংয়ের অভিযোগ!

ছবি: সংগৃহীত

ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের প্রসঙ্গ এলেই নড়েচড়ে বসতে হয়। এই অপরাধে জড়িয়ে কত ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই ইস্যুতে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে।

ম্যাচ ফিক্সিংয়ে কোনো ক্রিকেটার দোষী সাব্যস্ত হলে তাদের কঠোর শাস্তি নিশ্চিত করে তারা। তবে এবার খোদ আইসিসির বিরুদ্ধেই ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে!

আইসিসির বিরুদ্ধে এই অভিযোগ করেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার এবং ধারাভাষ্যকার ডেভিড লয়েড। টকস্পোর্ট পডকাস্টে ভারত ও পাকিস্তানকে যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টে একই গ্রুপে রাখা নিয়ে অভিযোগ করেন তিনি। তার অভিযোগ, সবসময় ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখে আইসিসি, যাতে টুর্নামেন্টে ফের দেখা হয় তাদের।

এশিয়া কাপে প্রথম দিনই ভারত-পাকিস্তান মহারণ

হাইভোল্টেজ এই ম্যাচ নিয়ে আইসিসির এমন পরিকল্পনাকে ফিক্সিংয়ের সঙ্গে তুলনা করেছেন লয়েড, ‘আমরা ক্রিকেটে ফিক্সিং সম্পর্কে দীর্ঘদিন ধরেই কঠিন সব কথা বলছি। কিন্তু দেখুন এটি পূর্বনির্ধারিত (ভারত-পাকিস্তান ম্যাচ)। এটি একটি বড় ইভেন্টের জন্য ঠিক করা হয়েছে।’

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ শুধু ব্যবসায়িক কারণে ‘ফিক্স’ করা নিয়ে ঘোর আপত্তি লয়েডের, ‘তারা যদি ড্র-এর মাধ্যমে একই গ্রুপে পড়ে, তাহলে বিষয়টিতে রোমাঞ্চ থাকবে। এরকম হলে দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করবে। তখন ম্যাচটি সত্যিকারের একটি ইভেন্টে পরিণত হবে। আর এই ম্যাচটাই তো একটা ইভেন্ট। আপনি এটি ফিক্স করে দিতে পারেন না।’

এদিকে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচের সময় নির্ধারণ থেকে শুরু করে ভেন্যু নির্বাচনসহ নানা বিষয়ে ভারতকে বেশি সুবিধা দেওয়া হয়েছে বলে নানা মহল থেকে অভিযোগ উঠেছে। এই বিষয়টি নিয়ে আইসিসির দিকে আঙুল তুলেছেন লয়েডও, ‘আমরা এই বিশ্বকাপেই অনেক কিছু ফিক্স করেছি। এটা জঘন্য।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম