![ভারতীয় তারকার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/06/26/image-820843-1719399777.jpg)
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে বল রিভার্স সুইং করিয়েছেন ভারতীয় তারকা পেসার আর্শদীপ সিং। তার রিভার্স সুইং করানো দেখে বিস্মিত হয়ে বল টেম্পারিংয়ের প্রশ্ন তুলেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম উল হক।
সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেন্ট লুসিয়ায় ভারত ২৪ রানে জয় পায়। টস হেরে আগে ব্যাট করে ভারতের ২০৫ রান করে। টার্গেট তাড়ায় ১৮১ রানে থামে অজিরা। ম্যাচে বল হাতে ৩ উইকেট নেন আর্শদীপ।
এরপরই ইনজামাম নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে দাবি করেছেন, রিভার্স সুইং করতে গিয়ে বলের আকৃতি নষ্ট করেছেন আর্শদীপ, ‘আর্শদীপ যখন ১৫তম ওভারে বল করছিল,বল রিভার্স সুইং হচ্ছিলো। নতুন বলে এটা তাড়াতাড়ি নয় কি? তার মানে বলটা ১২-১৩তম ওভারে প্রস্তুত করা হয়েছে। বলটা রিভার্স সুইংয়ের জন্য তৈরি হচ্ছিলো। ১৫তম ওভারে বল রিভার্স স্যুইং করেছে। আম্পায়ারদের খতিয়ে দেখা দরকার।’
সেমিফাইনাল না খেলেই ফাইনালে যেতে পারবে ভারত!
তবে এক্ষেত্রে ওভার গুনতে ভুল করেছেন ইনজামাম। কারণ ১৫তম নয়, নিজের দ্বিতীয় স্পেলে ১৬তম ওভারে বোলিং করেন আর্শদীপ। অস্ট্রেলিয়ার তখন ৩০ বলে ৬৫ রান দরকার।
আর্শদীপ ঠিক কোন বলে রিভার্স সুইং করেছেন, তা নির্দিষ্টভাবে বলতে পারেননি ইনজামাম। তবু আর্শদীপের বিরুদ্ধে অভিযোগ করে ইনজামাম বলেন,‘যদি পাকিস্তানি বোলার এমন করত তাহলে অনেক কান্নাকাটি হতো। আমরা জানি কীভাবে বল রিভার্স হয়। যদি আর্শদীপ ১৫তম ওভারে বল রিভার্স করায় তাহলে বলে কিছু গুরুতর কাজ হয়েছে।’