বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মা নার্গিস আরা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পাইলট নিজেই তার অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন। বাদ এশা রাজশাহীর টিকাগা ঈদগাহ মাঠে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে। পাইলট তার মায়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সাত বছর আগে পাইলট তার বাবোকে হারিয়েছেন। ২০১৭ সালে পুকুরে ডুবে পাইলটের বাবা শামসুল ইসলাম মোল্লা মারা যান।
পাইলট এখন জাতীয় দলের সাবেক অধিনায়কের পরিচয়ে পরিচিত হলেও ক্রীড়াঙ্গনে তিনি ফুটবলার শামসুর ছেলে হিসেবেই স্বীকৃত। সত্তর দশকে তুখোড় ফুটবলার ছিলেন শামসু। আবাহনীর অন্যতম স্ট্রাইকার ছিলেন। যোগ্যতা দিয়ে পাকিস্তান আমলে যুব দলে ডাকও পেয়েছিলেন।
ফুটবলার হিসেবে অবসর নেওয়ার পর রাজশাহীর ক্রীড়াঙ্গনের সাথেই ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা অফিসে পরিচালক হিসেবে অবসর নেন। চাকরিরত ও অবসরের পরেও রাজশাহীর ক্রীড়াঙ্গনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। পাইলটও বাবার মতো রাজশাহীর ক্রীড়াঙ্গনে কাজ করছেন। ক্লেমন একাডেমি থেকে জাতীয় পর্যায়ে অনেক ক্রিকেটার উঠে আসছে।