আফগানিস্তানের পক্ষ নিয়ে অস্ট্রেলিয়াকে খাজার খোঁচা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৪, ১০:১৯ পিএম
আফগানিস্তানে নারীদের প্রতি নিপীড়নের অভিযোগ তুলে দেশটির বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় না অস্ট্রেলিয়া। তবে আইসিসি ইভেন্টে ঠিকই আফগানদের বিপক্ষে খেলতে হচ্ছে তাদের। গত ওয়ানডে বিশ্বকাপেও আফগানরা অজিদের চোখ রাঙিয়েছিল, ম্যাক্সওয়েলের অতিমানবীয় এক ইনিংসে সেদিন পার পেয়ে যায় অস্ট্রেলিয়া। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের কাছে হেরে বসেছে তারা।
এই ম্যাচের পর আফগানিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার সিরিজ খেলার দাবি উঠেছে। বিষয়টি নিয়ে আক্ষেপ করছেন খোদ অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজা। আফগানিস্তানের জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে খাজা লিখেছেন, ‘তোমরা খুব ভালো খেলেছ। ভালো দল হিসাবে জয় পেয়েছ। তোমরা তোমাদের দেশের বহু মানুষের কাছে অনুপ্রেরণা। যে আফগানেরা অন্য দেশে থাকেন তাদের কাছেও তোমরা অনুপ্রেরণা। দুঃখের বিষয় হলো- অস্ট্রেলিয়ার মাটিতে আমরা তোমাদের সবাইকে একসঙ্গে খেলতে দেখার সুযোগ পাই না।’
অস্ট্রেলিয়াকে হারানোর পর রশিদ খানও দেশটির সঙ্গে সিরিজ খেলতে না পারা নিয়ে আক্ষেপ করেছেন। রাজনীতি থেকে খেলাধুলাকে আলাদা করে দেখার বার্তা দিয়ে রশিদ বলেছেন, ‘আমরা ক্রীড়াবিদ। খেলাধুলা ভালোবাসি। দেশের মানুষও খেলাধুলা ভালোবাসে। আফগানদের কাছে ক্রিকেটই সুখের একমাত্র উৎস। একমাত্র খেলা, যেটা নিয়ে আফগানিস্তানের মানুষ উৎসব করতে পারে। যদি সেই সুখটাকেও আমরা কেড়ে নিই, তা হলে জানি না আফগানিস্তানের জন্য আর কী পড়ে থাকবে। এখন বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে যদি আপনি বলেন আফগানিস্তান থেকে আসছেন, লোকে কোনো না কোনো ক্রিকেটারের নাম ঠিক বলতে পারবে। আমাদের সুখের একমাত্র উৎসটাকেও যদি আপনারা কেড়ে নেওয়ার চেষ্টা করেন, তা হলে আমাদের জন্য সেটা খুব দুঃখের ব্যাপার।’
প্রসঙ্গত, সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২১ রানের হারিয়ে গ্রুপ ‘১’-এর সমীকরণ জমিয়ে দিয়েছে আফগানিস্তান। আজ অস্ট্রেলিয়া যদি ভারতের কাছে হেরে যায় এবং আগামীকাল মঙ্গলবার ভোরের ম্যাচে যদি বাংলাদেশকে হারিয়ে দেয় আফগানিস্তান, তাহলে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগ পাবেন রশিদ খানরা।