‘বিশ্বকাপ হাতে ক্যারিয়ার শেষ করুক ওয়ার্নার’ আশা খাজার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৫:৪৬ পিএম
অস্ট্রেলিয়ার জার্সিতে অনেককাল একসঙ্গে খেলেছেন। একসঙ্গে দলের হয়ে ওপেনিং করেছেন। তবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের পাট চুকাবেন ডেভিড ওয়ার্নার। তার সঙ্গে উসমান খাজার মাঠের জুটিরও ইতি ঘটবে। খাজা খুব করে চান বন্ধু ওয়ার্নার তার ক্রিকেট ক্যারিয়ারের শেষ দৃশ্যে যেন বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে পারেন।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাতকারে নিজের এই আশার কথা জানান খাজা। বলেন, ‘বন্ধু হিসেবে আমি চাই সে (ওয়ার্নার) যেন সর্বোচ্চ অবস্থানে থেকে ক্যারিয়ার শেষ করতে পারে। সে দারুণ ক্রিকেট খেলছে। তার খেলা দেখতে ভীষণ ভালো লাগছে। সে যে মাঠের সময়টা উপভোগ করছে, তা দেখলেই বলে দেওয়া যায়। তাই তার (টি-টোয়েন্টি বিশ্বকাপ) জেতা উচিৎ। এমনটা হলে খুব ভালো লাগবে।’
আজ সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। সে ম্যাচকে সামনে রেখে দেওয়া ওই সাক্ষাতকারে খাজা বলেন, ভারতকে হারিয়ে সেমিফাইনালে উঠতে পারলে অস্ট্রেলিয়ার জন্য শিরোপা জেতা খুব একটা কঠিন হবে না।
খাজার ভাষায়, ‘অস্ট্রেলিয়া যদি ভারতকে হারিয়ে সেমিফাইনালে যেতে পারে, তাহলে আমি মনে করি তারা অবশ্যই (বিশ্বকাপ) জিততে পারে। এখন আমাদের শুধু আগে সেমিফাইনালে যেতে হবে।’
নকআউট পর্বে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য রেকর্ডে আস্থা রাখতে চান খাজা। তার মতে, ‘নকআউট পর্বে আমরা বরাবরই ভালো দল। আমরা অধিকাংশ সময়ই জয় পাই। তবে আমাদের আগে সেখানে (সেমিফাইনালে) যেতে হবে।’