Logo
Logo
×

খেলা

টাইগারদের ব্যাটিং ভালো করার তাগিদ মাশরাফির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ১১:০৩ পিএম

টাইগারদের ব্যাটিং ভালো করার তাগিদ মাশরাফির

ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেও ব্যাটিং ব্যর্থতা থেকে বেরোতে পারছে না বাংলাদেশ। গ্রুপপর্বে যে তিনটি ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে, তিনটি ম্যাচই ছিলো ধীরগতির উইকেট। বাংলাদেশ সাধারণত এই ধরনের উইকেটে খেললে জয়ের সম্ভাবনা থাকে।

তবে বিশ্বকাপে এমন উইকেট সবসময় পাওয়া যায় না। এমন আবহে টাইগারদের ফ্ল্যাট উইকেটে ভালো ব্যাটিং করার তাগিদ দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বান্ধব উইকেট পেয়েও ১৪০ রান করে বাংলাদেশ। আর গতকাল ভারতের বিপক্ষে ১৯৭ রানের জবাবে বাংলাদেশ থেমে যায় ১৪৬ রানে। ব্যাটিংয়ে এমন দশা অব্যাহত থাকলে শুধু বোলিং দিয়ে ম্যাচ জেতানো যাবে না মনে করেন মাশরাফি। কাগজে কলমে এখনও টুর্নামেন্টে টিকে আছে বাংলাদেশ। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাশরাফির চাওয়া, ঘুরে দাঁড়াক বাংলাদেশ।

নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে মাশরাফি লিখেছেন, ‘বাংলাদেশের ভালো করতে হলে আসলে ব্যাটিং ভালো করাই লাগবে, এর কোনো বিকল্প নাই। কারণ সবসময়ই স্লো উইকেট পাওয়া সম্ভব না বিশেষ করে এই ধরনের টুর্নামেন্টে। ভালো ব্যাটিং উইকেটে রান হবে এটাই স্বাভাবিক সেখানে আমরা রান করতে না পারলে শুধু বোলিং দিয়েই এই সব টুর্নামেন্টে রেজাল্ট আশা করা যাবে না। আরও একটা ম্যাচ বাকি, ইনশাআল্লাহ ভালোভাবে শেষ করুক সেই আশাই করি। শুভ কামনা বাংলাদেশ দলের জন্য।’

ভারতের বিপক্ষে তাসকিন আহমেদের জায়গায় খেলানো হয় জাকের আলিকে।  টিম ম্যানেজম্যান্টের এই পরিবর্তন পছন্দ হয়নি মাশরাফির। ব্যাটিংয়ে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। ব্যাটিং অর্ডারে ব্যাটসম্যান বাড়াতে জাকেরকে খেলিয়েছে বাংলাদেশ। কিন্তু তাসকিনের মতো গুরুত্বপূর্ণ বোলারকে কেনো বসানো হলো, সেই প্রশ্ন মাশরাফির।

তাসকিনকে মাশরাফি আরও বলেন, ‘সাউথ আফ্রিকা আর আমেরিকার খেলা দেখেই বোঝা গিয়েছিলে এই উইকেট অন্য মাঠের মতো না, এখানে রান হবে। আমরা প্রথম ম্যাচে জাকেরকে বসিয়ে মেহেদীকে খেলিয়েছি কারণ অবশ্যই দুই ওপেনারই বাঁহাতি ছিল। এমনিতে দল রান করতে পারছে না সেখানে একজন ব্যাটসম্যান কমিয়ে অফস্পিনার খেলানো অবশ্যই সাহসী সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছিল। আজও মেহেদী খেলেছে এবং ভালো বলও করেছে কিন্তু সেটা তাসকিনকে কেন বসিয়ে সেটা বুঝতে পারিনি।'

‘যতটুকু জানি ২০২২ এর বিশ্বকাপ থেকে শুরু করে আজ পর্যন্ত তাসকিন যতোগুলো ম্যাচ খেলেছে স্রেফ আগের ম্যাচটাই অর্থাৎ অস্ট্রেলিয়ার সাথেই সে শুধু উইকেটলেস ছিল, তারপর আবার বিগতো দুইবছর তার ইকোনমি রেটও সাত এর নিচে। সুতরাং পরিষ্কার যে আমরা আমাদের সেরা বোলার এবং জেনুইন উইকেট টেকিং অপশন বাইরে রেখেই এই ম্যাচ খেলতে নেমেছি।’
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম