Logo
Logo
×

খেলা

যদি কিন্তুর ওপর নির্ভর করছে বাংলাদেশের সেমিফাইনাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৮:২৪ পিএম

যদি কিন্তুর ওপর নির্ভর করছে বাংলাদেশের সেমিফাইনাল

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি নবম আসরে দারুণ ক্রিকেট খেলে সুপার এইটে জায়গা করে নেয় বাংলাদেশ ক্রিকেট দল। সুপার এইটে উঠে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি টাইগাররা। 

সুপার এইটে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া আর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায়ের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। 

আগামী মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে সুপার এইট পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে।

অস্ট্রেলিয়া ও ভারতের কাছে টানা দুই হারের কারনে বিশ্বকাপের সেমিতে উঠার পথ কঠিন হয়ে গেছে  বাংলাদেশের। তবে আজ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ে টাইগারদের সেমিতে খেলার সুযোগ তৈরি হয়েছে।

তারপরও অনেক যদি-কিন্তুর উপর নির্ভর করছে বাংলাদেশের সেমিফাইনাল। প্রথমত, ভারতের কাছে বড় ব্যবধানে হারতে হবে অস্ট্রেলিয়াকে। এরপর আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। তাহলেই সেমিফাইনালের সুযোগ তৈরি হবে টাইগারদের। 

কিন্তু কাল সোমবার রাতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতলে, আফগানিস্তানের সাথে খেলতে নামার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে  টাইগারদের।

দলগত পারফরমেন্সে আফগানিস্তান ভালো অবস্থায় থাকলেও জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। পরিসংখ্যান অনুযায়ী আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে কখনও জিততে পারেনি আফগানিস্তান। ৫০ ওভার বা টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনটিতেই নয়। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র একবার দেখা হয়েছে দুই দলের। ২০১৪ সালে ঘরের মাঠের বিশ্বকাপে আফগানিস্তানকে মাত্র ৭২ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের জয় পেয়েছিলো টাইগাররা।

সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় ৫টিতে ও আফগানদের ৬টিতে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম