Logo
Logo
×

খেলা

শান্তর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তামিমের, ধুয়ে দিলেন সমালোচনায়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৬:৪৯ এএম

শান্তর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তামিমের, ধুয়ে দিলেন সমালোচনায়

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ভারতের বিপক্ষে ৫০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। তাতে করে এক ম্যাচ হাতে থাকার পরও সেমির রেস থেকে ছিটকে গেছে বাংলাদেশ। শেষ ম্যাচটি কার্যত পরিণত হয়েছে নিয়মরক্ষায়। দলের এমন পরিস্থিতির জন্য অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তামিম। বাংলাদেশ দলের বেশ কিছু সিদ্ধান্ত অবাক করেছে সাবেক এই অধিনায়ককে। সে সব কথা ইএসপিএনক্রিকইনফোর বিশেষজ্ঞদের আলোচনায় বলেছেন তামিম।

অধিনায়ক শান্তকে নিয়ে তামিম বলেন, ‘সে (বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত) বলেছিল যে তার খেলা শেষ করা উচিত ছিল কিন্তু বাংলাদেশ কখনই এই প্রতিযোগিতায় ধারে কাছে যেতে পারেনি। আমি বুঝতে পারিনি কেন সে এমনটি বললেন। এই পুরো টুর্নামেন্টেই বাংলাদেশের ব্যাটিং হতাশ করেছে। এখন আসলেই ভাবতে হবে কিভাবে তারা এখান থেকে বেরিয়ে আসবে।’

এ ম্যাচে টস জিতে ভারতকে শুরু ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক নাজমুল শান্ত। যা অবাক করেছে তামিমকে। তিনি বলেন, ‘যখন আপনার ব্যাটাররা রান করছে, তখন আপনি আত্মবিশ্বাসী যে আপনার ব্যাটিং লাইন আপ ১৬০ বা ১৭০ রান তাড়া করতে পারে। যখন আপনি জানেন যে আপনার ব্যাটিং সংগ্রাম করছে, তখন আমি অবাক হয়েছিলাম বাংলাদেশের প্রথমে বল করার সিদ্ধান্ত দেখে। এ ম্যাচে তাদের বেশ কিছু সিদ্ধান্ত আমাকে অবাক করেছে। যার দিকে আঙুল তুলা যায়।’

এ ম্যাচে বাংলাদেশ খেলায়নি তাদের পেস আক্রমণের নেতা তাসকিন আহমেদকে। একজন বোলার কমিয়ে বাড়তি ব্যাটার হিসেবে জাকের আলীকে খেলিয়েছে দল। যা বিস্মিত করেছে তামিমকে। তিনি বলেন, ‘আমি খুব অবাক হয়েছিলাম দেখে যে তাসকিন খেলছে না। দুই স্পিনারই প্রচুর রান খরচ করেছে। একটা সময় ছিল যখন তানজিমের হাসান সাকিব কাছে উইকেট হারিয়ে ভারত কিছুটা ধুকছিল। যদি তাসকিন সেখানে একজন অতিরিক্ত ফাস্ট বোলার হিসেবে থাকতেন তবে আমরা শিবম দুবের শর্ট বলের দুর্বলতার সুযোগ নিয়ে ভারতকে আক্রমণ করতে পারতাম।’

মুস্তাফিজকে কেন শুরুতে বোলিংয়ে আনা হয়নি সেটা নিয়েও অধিনায়ক শান্তর সিদ্ধান্তে হতাশ তামিম। বলেন, ‘সবাই বাঁহাতি ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে রোহিত শর্মার সামান্য দুর্বলতা নিয়ে কথা বলেছে। খেলায় একই রকম বোলার থাকলে সেটা খেলোয়াড়ের মনে চলে। বাঁহাতি সিমার দিয়ে শুরু করার সুযোগ ছিল বাংলাদেশের, এক নজর দেখার জন্য। ভারত হয়তো ১৯৬ রান করেছে, কিন্তু রোহিতের শুরুটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তানজিম আগের ম্যাচগুলোতে নতুন বলে ভালো করেছে। সে আজ নতুন বল পায়নি। কেন অন্য কারো জন্য পুরো সেটআপ পরিবর্তন করতে হবে, এমনকি যখন কেউ ব্যতিক্রমী ভালো করছে?’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম