Logo
Logo
×

খেলা

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চীন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৪, ১০:৫২ পিএম

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চীন

সিঙ্গাপুরে জুনিয়র এএইচএফ কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশের পুরুষ হকি দল। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালের টিকিট পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রতিপক্ষ হিসেবে ‘বি’ গ্রুপের রানার্স আপ চাইনিজ তাইপেকে পায় বাংলাদেশ। সেমিফাইনালে চাইনিজ তাইপেকে ৫-১ গোলে হারিয়ে দিয়েছে তারা।

ম্যাচের প্রথম কোয়ার্টারে দুই দলই একে অপরকে চ্যালেঞ্জ জানায়। বাংলাদেশের জয় ও তাইপের চ্যাং ৫ মিনিটে গোল করেন। তবে দ্বিতীয় কোয়ার্টার থেকে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ বুঝে নেয় বাংলাদেশ। 

সে আধিপত্যের ফলস্বরূপ আমিরুল ও আব্দুল্লাহ ১৬ ও ২৩ মিনিটে আরও দুই গোল যোগ করেন। ৩-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর আমিরুল ও আব্দুল্লাহ আরও দুটি গোল করলে ৫-১ গোলের বড় ব্যবধানে জিতে ফাইনালে ওঠে আশিকুজ্জামানের দল।

জুনিয়র এএইচএফ কাপে বাংলাদেশের রেকর্ড দারুণ। আগের আসরেও এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ।

আগামীকাল রোববার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে চীন। দ্বিতীয় সেমিফাইনালে থাইল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে চীনারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম