বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান দলকে ধুয়ে দিচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হারে গ্রুপ পর্বেই সাঙ্গ হয়েছে পাকিস্তানের বিশ্বকাপ মিশন। এই ব্যর্থতা কোনোমতেই হজম করতে পারছেন না দেশটির সাবেক পেসার শোয়েব আখতার। বিশেষ করে বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে বেশি ক্ষোভ তার।
সম্প্রতি বাট স্পোর্টস টিভিতে এক আলোচনায় বাবরের ওপর নিজের ক্ষোভ উগড়ে দিয়ে শোয়েব বলেন, ‘আমি জানতে চাই, বাবরকে শুরুতে কে ক্যাপ্টেন করেছিল? সেই আইনস্টাইনটা কে? সেই লোকটা কি আদৌ কাজের যোগ্য। ক্যাপ্টেন্সি সম্পর্কে তার কি আদৌ কোনো ধারণা আছে? আমি বরাবর বলে এসেছি, বাবর ক্যাপ্টেন্সি করার যোগ্য নয়।’
শোয়েব আখতারের মতে, বাবর আজম কোনোভাবেই পাকিস্তানের মতো একটা দলকে নেতৃত্ব দেওয়ার যোগ্য নন। এমনকি বাবর যদি ঠিকঠাক ম্যাচ ফিনিশ না করতে পারেন, তাহলে সাদা বলের দুই ফরম্যাট থেকে শিগগিরই তাকে বাদ পড়তে হবে বলেও মনে করেন ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ খ্যাত এই পেসার।
বাবর আজম এখন নিজেকে ফর্মে ফেরাতে কী করতে পারেন, সে বিষয়ে আলোকপাত করে শোয়েব যোগ করেন, ‘এখন কী হবে? সে নিজেকে চার নম্বরে নামিয়ে আনবে। তাকে ম্যাচ ফিনিশ করে আসতে হবে। বাবরকে ম্যাচ জেতাতে হবে।’
আর এমনটা না করতে পারলে পাকিস্তানের জাতীয় দলে বাবর আজমের ভবিষ্যৎ উজ্জ্বল নয় বলে মত শোয়েবের, ‘যদি না পারে, তবে টি-টোয়েন্টি দলে সে জায়গা ধরে রাখতে পারবে না। আমি এখনই বলে দিচ্ছি, যদি ম্যাচ ফিনিশ করতে না পারে, তাহলে সে ওয়ানডে থেকেও বাদ পড়বে।’