ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা দল। ছবি সংগৃহীত
বিশ্বকাপের সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। আজ যে দল জিতবে সেমিতে উঠার দৌড়ে তারা অনেকটাই এগিয়ে যাবে। কারণ দুদলই এই পর্বে প্রথম ম্যাচে জয় পেয়েছে। সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। অন্যদিকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
সেমিতে যেতে সুপার এইটে তিন ম্যাচের মধ্যে অন্তত দুটি ম্যাচে জয় প্রয়োজন। আজ জিতলে শেষ চারের অভিযান অনেক বেশি সহজ হয়ে যাবে। একই সঙ্গে আজকের ম্যাচ দুই দলের ধারাবাহিকতা ধরে রাখার লড়াইও।
গ্রুপপর্বের চার ম্যাচের টানা ৪ জয়ের পর, সুপার এইটেও অপ্রতিরোধ্য দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত ভারত, অস্ট্রেলিয়ার সঙ্গে প্রোটিয়ারাও টুর্নামেন্টের অপরাজিত দল। এছাড়া ওপেনিংয়ে কুইন্টিন ডি কক এবং মিডল অর্ডারে রানে ফিরেছেন এইডেন মার্করাম। ইংলিশদের মোকাবিলার আগে এটাও স্বস্তি দিবে দক্ষিণ আফ্রিকাকে।
অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপপর্বে হেরে খাদের কিনারায় পৌঁছেছিল ইংল্যান্ড। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে জস বাটলারের দল। ফিল সল্ট এবং জনি বেয়ারস্টো এই মুহুর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে।
টি-টোয়েন্টিতে দুই দলের ২৫ ম্যাচের মুখোমুখি লড়াইয়ে সমান ১২টি করে ম্যাচ জয় পেয়েছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। ফল হয়নি ১ ম্যাচের। তাই বলাই যায়, আজ দুদলের লড়াই হবে সেয়ানে সেয়ানে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের ৬ ম্যাচে ৪ জয় নিয়ে এগিয়ে প্রোটিয়ারাই।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, জফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলি।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম, ট্রিস্তান স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে, ওটনিল বার্টম্যান।