Logo
Logo
×

খেলা

অজিদের ‘জন্টি রোডস’: শরীরকে শূন্যে ভাসিয়ে অবিশ্বাস্য ক্যাচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৪, ০৪:০২ পিএম

অজিদের ‘জন্টি রোডস’: শরীরকে শূন্যে ভাসিয়ে অবিশ্বাস্য ক্যাচ

ছবি: সংগৃহীত

ক্রিকেটে ব্যাটিং-বোলিংয়ের বাইরে ফিল্ডিং দিয়েও যে কিংবদন্তিদের কাতারে যাওয়া যায় তা তো দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসই দেখিয়ে গেছেন। ফিল্ডিংটাকে তিনি নিয়ে গেছেন শিল্পের কাতারে। যা বেশ ভালোভাবে অনুসরণ করে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দল। দল গঠন থেকে শুরু করে একাদশ নির্বাচনেও প্রাধান্য পায় ভালো ফিল্ডাররা। এবার এই ফিল্ডিং দিয়েই আলোচনায় এসেছেন অজি ক্রিকেটার মার্নাস লাবুশেন। অথচ, বিশ্বকাপে খেলছেন না তিনি।

আলোচনায় আসতে যে সবসময় কেবল বড় মঞ্চের দরকার হয় না। নিজের মঞ্চটাতেই সেরাটা ঢেলে দিয়ে বড় মঞ্চে পরিণত করতে হয় তাই যেন দেখালেন লাবুশেন। তার ফিল্ডিংয়ে কারণেই এখন আলোচনায় ইংল্যান্ডের টি২০ লিগ ভাইটালিটি ব্লাস্ট। যেখানে গ্ল্যামরগানের হয়ে খেলছেন লাবুশেন।

আসরে ব্যাট হাতে লাবুশেনের সময়টা ভালো না কাটলেও গ্লোস্টারশায়ারের বিপক্ষে লং অফে ফিল্ডিং করতে নেমে এক ক্যাচ ধরে আলোচনায় চলে এসেছেন তিনি। ইনিংসের দশম ওভারে ম্যাসন ক্রেনের বলে বড় শট খেলার চেষ্টা করেন বেন চার্লসওয়ার্থ। সেই বল সোজাসুজি বাউন্ডারি লাইনের দিকে যাচ্ছিল। লং অফে দাঁড়িয়ে থাকা মার্নাস ল্যাবুশান প্রায় ১০ গজ দূরত্ব থেকে বাজপাখির মতো দ্রুত গতিতে দৌড়ে শরীরকে শূন্যে ভাসিয়ে অবিশ্বাস্যভাবে ক্যাচটি তালুবন্ধি করেন। যা রীতিমতো অবাক করেছে সবাইকে।

এমন ক্যাচের পরও অবশ্য হারতে হয়েছে লাবুশেনের দলকে। শেষ বলে ছয় মেরে গ্লোস্টারশায়ারকে ম্যাচ জেতান জশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম