সিঙ্গাপুরে চলছে জুনিয়র এএইচএফ কাপ। সেখানে থাইল্যান্ডকে ৪-২ গোলে হারিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে উঠেছে বাংলাদেশের পুরুষ দল। তবে নারী বিভাগে চাইনিজ তাইপের বিপক্ষে হারতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
আজ (বুধবার) পুরুষ দলের ম্যাচে থাইল্যান্ড ১১ মিনিটেই লিড নেয়। কিন্তু মিনিট চারেক পরেই ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। ২৬, ৪০, ৪৮ মিনিটে বাংলাদেশ আরও তিন গোল করলে ৪-১ ব্যবধানে এগিয়ে যান ইমনরা। ৫৬ মিনিটে থাইল্যান্ড এক গোল শোধ করলেও তা কাজে দেয়নি। বাংলাদেশের পক্ষে একটি করে গোল করেন আব্দুল্লাহ, শরীফ, ইসলাম ও ইমন।
টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে এখন নিজেদের গ্রুপের শীর্ষে উঠেছে বাংলাদেশ। তিন জয়ে বাংলাদেশের সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত। উল্লেখ্য, দুই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনালে খেলবে।
মালয়েশিয়ায় আল আমিনের স্বর্ণপদক জয়
পুরুষ দলের জয়ের দিনে হেরে গেছে নারী দল ৷ চাইনিজ তাইপের বিপক্ষে কোনো প্রতিরোধ গড়তে পারেননি বাংলাদেশের নারীরা। হোয়াংহোর হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানে হেরে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
তাইপের কাছে হারে শীর্ষস্থান হারিয়েছে বাংলাদেশ নারী দল। যদিও বাংলাদেশের পয়েন্ট চাইনিজ তাইপের সমান ৯। তবে বাংলাদেশ একটি ম্যাচ বেশি খেলায় দুইয়ে নেমে গেছে।
যেহেতু সাত দলের মধ্যে মহিলা জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পাবে শীর্ষ চার দল, তাই বাংলাদেশের এখনো সম্ভাবনা রয়েছে।