Logo
Logo
×

খেলা

হারিস রউফ ইস্যুতে ভারতকে টেনে তোপের মুখে রিজওয়ান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৬:০৪ পিএম

হারিস রউফ ইস্যুতে ভারতকে টেনে তোপের মুখে রিজওয়ান

ভারতীয় সমর্থকদের একাংশ, মোহাম্মদ রিজওয়ান, হাতাহাতিতে হারিস রউফ। ছবি কোলাজ: সংগৃহীত

সময়টা একদমই ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেটের। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বাদ পড়ে এমনিতেই সমালোচনার মুখে দলটি। তারমধ্যে পেসার হারিস রউফকে নিয়ে ঘটে গেল অপ্রীতিকর এক ঘটনা। ফ্লোরিডায় সস্ত্রীক এক সমর্থকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন এই পেসার। এমন পরিস্থিতিতে পাকিস্তান দলের সব ক্রিকেটারই ওই সমর্থকের বিরুদ্ধে একজোট হয়ে নিন্দা জানিয়েছেন। তবে বিপত্তি বেঁধেছে উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের টুইট নিয়ে। যেখানে তিনি ভারতকেও টেনে এনেছেন।

গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়ে সতীর্থ হারিস রউফের পাশে দাঁড়ান রিজওয়ান। বিবাদে জড়ানো ওই সমর্থক পাকিস্তানের হওয়ার পরও, তার পোষ্টে ভারতকে টানেন তিনি। এতে চটেছেন ভারতের ক্রিকেট সমর্থকরা। ভারতীয় নেটিজেনদের দাবি, হারিস রউফের সাথে যার হাতাহাতি হয়েছে সে নিজেই দাবি করেছেন তিনি পাকিস্তানি। ভারতের নাম এখানে আনাই উচিত হয়নি।

মঙ্গলবার রিজওয়ান লেখেন, ‘যে ব্যক্তি হারিস রউফকে অশ্রদ্ধা করেছেন, তিনি পাকিস্তানি নাকি ভারতীয়, সেটা গুরুত্বপূর্ণ নয়। আসল বিষয়টা হল যে ওই ব্যক্তির মধ্যে মূল্যবোধ এবং ভদ্রতার লেশমাত্র নেই। কোনও মানুষকে অসম্মান করার অধিকার নেই কোনো ব্যক্তিরই। বিশেষত তাঁর পরিবারের সদস্যের সামনে তো (সেই কাজটা কোনওভাবে মেনে নেওয়া যায় না)। এরকম ভয়ংকর আচরণ বন্ধ করতে হবে। সহনশীলতা, সম্মান এবং সহানুভূতির মতো বিষয়গুলো বিরল হয়ে যাচ্ছে।’

রিজওয়ানের এই পোষ্ট নিয়ে ভারতীয় এক নেটিজেন লিখেছেন, ‘এখানে ভারতীয় বলার কোনও দরকারই ছিল না। ওই সমর্থকই বলেছেন যে তিনি পাকিস্তানের লোক।’ অন্য একজন বলেন, ‘আমার মনে হয় যে সহানুভূতি পাওয়ার জন্য এই ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে। ওরা যে প্রবল রোষের মুখে পড়বে, সেটা অনুমান করেই সম্ভবত ইচ্ছাকৃতভাবে ভারতীয়দের টেনে এনেছে।’
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম