Logo
Logo
×

খেলা

বিসিবির পরিচালক আলমগীর খান আলোর জীবনাবসান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০২:০২ পিএম

বিসিবির পরিচালক আলমগীর খান আলোর জীবনাবসান

আলমগীর খান আলো। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো মারা গেছেন। বুধবার সকালে রাজধানীর বনানীর এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক বিজ্ঞপ্তিতে বিসিবি আজ আলোর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। 

বিসিবি লিখেছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বিসিবি পরিচালক জনাব আলমগীর খান আলো আজ সকালে বনানীর এক হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)। তার জানাজার নামাজ বারিধারা ডিওএইচএস মসজিদে বিকাল ৩টায় হবে। বরিশালে আগামীকাল তাকে দাফন করা হবে।’

দীর্ঘদিন ধরেই আলো অসুস্থতায় ভুগছিলেন। ক্রীড়া সংগঠক হিসেবে তার বেশ সুনাম ছিল। বিসিবি পরিচালক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন আলো।

এর আগে বোর্ডের সিনিয়র কোচ জাফরুল এহসান ৬০ বছর বয়সে গতকাল চলে যান না ফেরার দেশে। তিনি ছিলেন লেভেল-৩ সার্টিফায়েড কোচ। বিপিএল, বিসিএলসহ বাংলাদেশ নারী দল ও বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি। বিসিবির হাইপারফরম্যান্স ইউনিটের ব্যাটিং কোচও ছিলেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম