বাবরের পরিবর্তে অধিনায়ক হিসেবে যাকে বেছে নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৪, ১২:২৭ পিএম
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একবার বিশ্বকাপ জিতেছে পাকিস্তান। আর সেই বিশ্বকাপটা তারা পেয়েছিল ২০০৯ সালে ইউনিস খানের নেতৃত্বে। এরপর টি-টোয়েন্টি আর কোনো শিরোপা জেতেনি পাকিস্তান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের নেতৃত্বে সাফল্য পাওয়া দূরে থাক গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে পাকিস্তান দলকে।
এর বাইরেও দলের মধ্যে দ্বন্দ্বের কথা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন অধিনায়ক বাবর আজম। ধারণা করা হচ্ছে বিশ্বকাপ ভরাডুবির কারণ হিসেবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বাবরকে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে বাবরের জায়গায় পাকিস্তানের নতুন অধিনায়ক তবে কে হচ্ছেন? এমন প্রশ্নে অবশ্য পাকিস্তানের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইউনিসের পছন্দ ফখর জামানকে।
ফখরকে অধিনায়ক হিসেবে বাছাই করার কারণ হিসেবে ইউনিস বলেন, ‘কেন ফখর জামান দলের অধিনায়ক হতে পারছেন না, তিনি কি একজন পারফর্মার নন? তিনি কি সবশেষ ৫০ ওভারের বিশ্বকাপে ভালো করেননি? তিনি সেই খেলোয়াড় যিনি আমাদের আশা দিয়েছেন? ভারতে ২০২৩ বিশ্বকাপ জামান খারাপভাবে শুরু করেছিলেন তবে দ্বিতীয়ার্ধে তার ফর্ম পাকিস্তানের সাফল্যকে পরিবর্তন করেছিল।’
পাকিস্তান দলে ফখর জামানের আত্মত্যাগের কথাও তুলে ধরেন ইউনিস। সঙ্গে ফখরকে পরবর্তী অধিনায়ক হিসেবে দেখার ইচ্ছের কথা জানান তিনি। বলেন, ‘দলের কোন ক্রিকেটার তার ওপেনিং স্লট ছেড়ে চার, পাঁচ বা ছয়ে ব্যাট করছে? কে তার জায়গা বলি দিচ্ছে? উত্তর ফখর জামান! তাহলে কেন আপনি তাকে অধিনায়ক করবেন না?’