Logo
Logo
×

খেলা

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তির দাবি শেহজাদের 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৪, ১০:৪৭ এএম

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তির দাবি শেহজাদের 

ছবি: সংগৃহীত

গত বিশ্বকাপে ফাইনাল খেলা পাকিস্তান এবার পেরোতে পারেনি গ্রুপপর্বের বৈতরণী। যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে হারতে হয়েছে দলটিকে। যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দলটির ক্রিকেটাররা। সাধারণ মানুষের সঙ্গে সমালোচনা করতে ছাড়ছেন না দেশটির সাবেক ও বর্তমান সময়ের ক্রিকেটাররাও। বিশ্বকাপে ভরাডুবির কারণ হিসেবে দলীয় ঐক্য না থাকাকে কারণ হিসেবে দায়ী করে ক্রিকেটারদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন এক সময়ের তারকা ক্রিকেটার আহমেদ শেহজাদ।

বিশ্বকাপ চলাকালীন সময়ে ওয়াসিম আকরাম পাকিস্তান দলের ড্রেসিং রুমে ক্রিকেটারদের দ্বন্দ্বের বিষয়টি সামনে এনেছিলেন। জানিয়েছিলেন বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিরা কথা বলে না একে অন্যের সঙ্গে। তখন বিষয়টিকে এতটা গুরুত্ব দেওয়া না হলেও এবার পাকিস্তান দলের প্রধান কোচ গ্যারি কারস্টেনকে কোড করে দেশটির ক্রীড়া সাংবাদিক ইহতিশাম উল হকের একটি লেখা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতেই নড়েচড়ে বসেছে দেশটির ক্রিকেটের বর্তমান অবস্থা।

যেখানে কারস্টেনকে উদ্ধৃত করে তিনি বলেছেন, ‘পাকিস্তানের দলে কোনো ঐক্য নেই। তারা এটিকে দল বললেও এটি কোনো দল নয়। তারা একে অপরকে সমর্থন করছে না; সবাই বিচ্ছিন্ন, বাম এবং ডান। আমি অনেক দলের সাথে কাজ করেছি, কিন্তু কোথাও এমন পরিস্থিতি দেখিনি।’

এই বক্তব্যের জের ধরেই এবার ক্রিকেটারদের শাস্তির দাবি করেছেন আহমেদ শেহজাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি লিখেছেন, ‘দল নিয়ে গ্যারি কারস্টেনের কথা যদি সত্যি হয়, এটা মোটেও চমকে দেওয়ার মতো নয়। আমরা পুরো বিশ্বকাপ জুড়েই এটা বলে আসছি। এখন জবাবদিহিতার সময় এসেছে, এই দলটি গ্রুপিংয়ে জর্জরিত এবং ক্র্যাকডাউনই একমাত্র বিকল্প। জড়িত খেলোয়াড়দের অবশ্যই শাস্তি পেতে হবে। পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করা উচিত পিসিবির। এখন সেদিকে পিসিবি চেয়ারম্যানের নজর দেওয়া উচিত।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম