পাকিস্তানের বিদায় নিয়ে ‘হাটে হাঁড়ি ভাঙলেন’ কার্স্টেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৪, ১১:৫৭ এএম
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে দলের কোচ করে আনা হয়েছিল গ্যারি কার্স্টেনকে। তাই সেভাবে দলের সঙ্গে বোঝাপড়াও হয়নি ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করা এই কোচের। তার ওপর চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। দল বিদায় নিতেই মুখ খুললেন প্রধান কোচ গ্যারি কার্স্টেন। বাবর আজমদের নিয়ে রীতিমত বোমা ফাঁটালেন এই প্রোটিয়া।
কার্স্টেনের মতে, পাকিস্তান দল হিসেবে খেলেনি বলেই হেরেছে। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘পাকিস্তান দলে কোনো একতা নেই। ওরা মুখে মুখেই একে দল বলে। কিন্তু এটা কোনো দলই নয়। ক্রিকেটারেরা কেউ কাউকে সাহায্য করে না। সবাই যে যার মতো, আলাদা। প্রত্যেকেই নিজের মতে চলে।’
এর আগে কোচ হিসেবে ভারতকে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছিলেন কার্স্টেন। আইপিএলেও বেশ কিছু দলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ওপেনার নাকি এমন দল কোথাও দেখেননি।
কার্স্টেনের কথায়, ‘আমি অনেক দলে কাজ করেছি। কিন্তু কোথাও এমন অভিজ্ঞতা হয়নি। জীবনে এমন দল আমি দেখিনি।’
পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস দেখেও রীতিমত অবাক হয়েছেন গ্যারি কার্স্টেন। জানিয়েছেন, ক্রিকেটীয় দক্ষতাতেও অন্য দলগুলোর থেকে ঢের পিছিয়ে রয়েছেন বাবর-আফ্রিদিরা। আর এসব কারণেই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে তাদের বিদায় নিতে হয়েছে বলে মনে করেন তিনি।
চলতি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১২০ রান তাড়া করতে পারেনি পাকিস্তান। ৬ রানে হেরে যায় বাবর-রিজওয়ানরা। সেই হারের পর প্রথম মুখ খুলেছিলেন কার্স্টেন। বলেছিলেন, ‘আমি খুব হতাশ। জানতাম ১২০ রান তাড়া করা সহজ হবে না। যেখানে ভারতের ব্যাটাররা খেলতে পারেনি, সেখানে আমাদেরও সমস্যা হবে। কিন্তু ২ উইকেটে ৭২ রান করার পরও যে ম্যাচ হারব, সেটা ভাবতে পারিনি। আমরা নিজেরাই নিজেদের হারিয়েছি।’ সূত্র- এনডিটিভি।