Logo
Logo
×

খেলা

ইংল্যান্ডকে বিদায় করে সুপার এইট নিশ্চিত করার লক্ষ্যে ব্যাটিংয়ে স্কটল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ০৬:২৭ এএম

ইংল্যান্ডকে বিদায় করে সুপার এইট নিশ্চিত করার লক্ষ্যে ব্যাটিংয়ে স্কটল্যান্ড

কঠিন সমীকরণের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি স্কটল্যান্ড ক্রিকেট দল। আজ জিতলেই বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিদায় করে সুপার এইটে উঠে যাবে স্কটল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ৩৫তম ম্যাচে টস জিতে স্কটল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে ‘বি’ গ্রুপে খেলছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া আর ওমান। আসরে দুর্দান্ত পারফরম্যান্স করছে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও ইংল্যান্ড।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবচেয়ে বেশি ট্রফি জয়ী দল অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম তিন ম্যাচে ওমান, চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও নামিবিয়াকে হারিয়ে সবর আগে সুপার এইটে খেলা নিশ্চিত করে।

ইংল্যান্ডের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায়। তৃতীয় ও চতুর্থ ম্যাচে ওমান ও নামিবিয়ার বিপক্ষে জয়ে সবমিলে ৫ পয়েন্ট অর্জন করে ইংল্যান্ড।

ইংল্যান্ডের মতো স্কটল্যান্ডও ইতোমধ্যে ৫ পয়েন্ট নিয়ে সুপার এইটের আশা টিকে রেখেছে। ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতের পরিত্যক্ত হওয়া ম্যাচে ১ পয়েন্ট পায় স্কটল্যান্ড। পরের দুই ম্যাচে ওমান ও নামিবিয়াকে হারায়। আজ অস্ট্রেলিয়াকে হারাতে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে বিদায় করে দিয়ে সুপার এইটে উঠে যেতে পারে স্কটল্যান্ড।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম