ইংল্যান্ডকে বিদায় করে সুপার এইট নিশ্চিত করার লক্ষ্যে ব্যাটিংয়ে স্কটল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৪, ০৬:২৭ এএম
কঠিন সমীকরণের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি স্কটল্যান্ড ক্রিকেট দল। আজ জিতলেই বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিদায় করে সুপার এইটে উঠে যাবে স্কটল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ৩৫তম ম্যাচে টস জিতে স্কটল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে ‘বি’ গ্রুপে খেলছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া আর ওমান। আসরে দুর্দান্ত পারফরম্যান্স করছে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও ইংল্যান্ড।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবচেয়ে বেশি ট্রফি জয়ী দল অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম তিন ম্যাচে ওমান, চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও নামিবিয়াকে হারিয়ে সবর আগে সুপার এইটে খেলা নিশ্চিত করে।
ইংল্যান্ডের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায়। তৃতীয় ও চতুর্থ ম্যাচে ওমান ও নামিবিয়ার বিপক্ষে জয়ে সবমিলে ৫ পয়েন্ট অর্জন করে ইংল্যান্ড।
ইংল্যান্ডের মতো স্কটল্যান্ডও ইতোমধ্যে ৫ পয়েন্ট নিয়ে সুপার এইটের আশা টিকে রেখেছে। ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতের পরিত্যক্ত হওয়া ম্যাচে ১ পয়েন্ট পায় স্কটল্যান্ড। পরের দুই ম্যাচে ওমান ও নামিবিয়াকে হারায়। আজ অস্ট্রেলিয়াকে হারাতে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে বিদায় করে দিয়ে সুপার এইটে উঠে যেতে পারে স্কটল্যান্ড।