আর্জেন্টিনার কোপা আমেরিকার দল ঘোষণা, ঠাঁই হলো যাদের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৭:২৬ পিএম
২১ জুন পর্দা উঠবে লাতিন ফুটবলের সর্বোচ্চ আসর কোপা আমেরিকার। আর্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। তার আগে কোপার জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনাকে কোপা ও বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনির ২৬ জনের সে দলে জায়গা হয়েছে সব পরিচিত মুখের। লিওনেল মেসির নেতৃত্বে কোপা আমেরিকায় আর্জেন্টিনার আক্রমণভাগে তারুণ্য এবং অভিজ্ঞতার দারুন এক মিশেল থাকবে। একদিকে যেমন অভিজ্ঞ মেসি-ডি মারিয়ারা রয়েছেন, তাদের সঙ্গে নতুন প্রজন্মের গারনাচো-কারবোনিরাও মাঠ মাতাতে তৈরি।
এছাড়া মধ্যমাঠে থাকছেন চোটের কারণে গত বিশ্বকাপ মিস করা তারকা মিডফিল্ডার জিওভানি লো সেলসো। তার সঙ্গে পারেদেস, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজরা তো রয়েছেনই।
রক্ষণে এবারও রোমেরো-ওতামেন্দিদের ওপর ভরসা রাখছেন স্কালোনি। ফুলব্যাক হিসেবে মন্তিয়েল-মলিনারা বিশ্বকাপের ফর্ম টেনে আনতে চাইবেন কোপাতেও।
গোলপোস্টের অতন্দ্র প্রহরী হিসেবে থাকছেন আর্জেন্টিনার আলোচিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
২১ জুন বাংলাদেশ সময় ভোর ৬টায় কানাডার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের পরের ম্যাচ ২৬ জুন চিলির বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ পেরুর বিপক্ষে খেলবেন মেসিরা।
আর্জেন্টিনার কোপা আমেরিকা দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুয়ি।
ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, হেরমান পেতসেয়া, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনিয়া, নিকোলাস টাগলিয়াফিকো
মিডফিল্ডার: গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল, এজেকিয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো।
ফরোয়ার্ড: আনহেল ডি মারিয়া, ভালেন্তিন কারবোনি, লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেজ, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ।