Logo
Logo
×

খেলা

২৬ বছরের গোলরক্ষকের আচমকা মৃত্যু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৫:৩৫ পিএম

২৬ বছরের গোলরক্ষকের আচমকা মৃত্যু

মাতিয়া সারকিচ। ছবি: সংগৃহীত

ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব মিলওয়ালে খেলা মন্টেনেগ্রোর গোলরক্ষক মাতিয়া সারকিচের মৃত্যু হয়েছে। খবর বিবিসির।

মন্টেনেগ্রো ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, শনিবার সকালে আচমকা মৃত্যু হয়েছে সারকিচের। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বুডভায় নিজের অ্যাপার্টমেন্টে হঠাৎ মাটিতে পড়ে যান তিনি। সেখানেই তার মৃত্যু হয়।

গত ৫ জুন মন্টেনেগ্রোর জার্সিতে শেষবার খেলেছিলেন সারকিচ। বেলজিয়ামের বিপক্ষে সে ম্যাচে ২-০ গোলে হেরে যায় মন্টেনেগ্রো।

২০২৩ সালের আগস্টে প্রিমিয়ার লিগ ক্লাব উলভস থেকে মিলওয়ালে যোগ দিয়েছিলেন সারকিচ। গত মৌসুমে মিলওয়ালের হয়ে ৩৩ ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি।

মন্টেনেগ্রোর ফুটবল অ্যাসোসিয়েশন তাদের শোকবার্তায় সারকিচকে জাতীয় দলের ‘অত্যন্ত প্রিয় সদস্য’ এবং ‘সদা হাসিমুখ’ একজন ফুটবলার হিসেবে উল্লেখ করেছে।

ইংল্যান্ডের গ্রিমসবিতে ১৯৯৭ সালের ২৩ জুলাই জন্ম হয় সারকিচের। যুব পর্যায়ে বেলজিয়ান ক্লাব অ্যান্ডারলেখটের হয়ে খেলেছেন তিনি। এরপর ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায় যোগ দেন। সেখান থেকে ধারে উইগান, স্ট্র্যাটফোর্ড, হাভান্ট এন্ড ওয়াটারলুভিলে খেলার পর ২০২০ সালে স্থায়ীভাবে উলভসে নাম লিখিয়েছিলেন এই গোলরক্ষক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম