Logo
Logo
×

খেলা

শেবাগকে চেনেন না সাকিব!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ১০:০৩ এএম

শেবাগকে চেনেন না সাকিব!

সাকিব আল হাসান না কি বীরেন্দ্র শেবাগকে চেনেন না— এমন একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই ক্রিকেটমহলে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। নেদারল্যান্ডসের বিপক্ষে একাই ম্যাচ জেতানোর পর এ সমালোচনার মুখে পড়েন সাকিব।

আনন্দবাজার সূত্র জানায়, সাকিব একটি সংবাদ সম্মেলনের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন— ‘আপনার পারফরম্যান্স নিয়ে অনেক আলোচনাই হচ্ছে। বিশেষত বীরেন্দ্র শেবাগের একটি মন্তব্য অনেকের নজরে এসেছে।‘ এর পরেই সাকিব সেই সাংবাদিককে থামিয়ে বললেন— ‘কে?’

সেদিনের ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হতেই ক্রিকেটমহলে সমালোচিত হন সাকিব। তার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার ও বিশ্ব অলরাউন্ডার কেন শেবাগকে চিনবেন না, সেই প্রশ্ন উঠেছে। আবার অনেকেই বলছেন, সাকিব হয়তো শেবাগের নামটি ঠিকমতো শুনতে পাননি, আবার শোনার জন্য প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়েছেন।

তবে শেবাগের সেই মন্তব্য প্রকাশ্যে এসেছে গণমাধ্যমে। তিনি বলেছিলেন— তুমি হেডেন বা অ্যাডাম গিলক্রিস্ট নও যে শর্ট বলে অনায়াসে পুল শট খেলে দেবে। তুমি স্রেফ বাংলাদেশের একজন ক্রিকেটার। তাই নিজের মান অনুযায়ী খেল।

সেদিনের সমালোচনার জবাবে সাকিব বলেন, ‘সমালোচকদের জবাব দেওয়ার জন্য কোনো ক্রিকেটার মাঠে খেলতে নামে না। তারা মাঠে নামে দলের অবদান রাখতে। সেটি করতে না পারলে আলোচনা তো হবেই। তাই আমার মতে, সমালোচনা কোনো খারাপ কাজ নয়।

এর আগে তামিমের সঙ্গেও ঝামেলায় জড়িয়েছিলেন সাকিব। সেই ঝামেলার কারণ হিসেবে তিনি দোষী সাব্যস্ত করেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম