আজ রাতে শুরু হচ্ছে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা ইউরো। বাংলাদেশ সময় রাত ১টায় জার্মানি-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। জার্মানির ১০ ভেন্যুতে আগামী এক মাস ২৪ দেশ লড়বে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের জন্য।
ইউরোপীয় ফুটবলের সব বড় নাম জার্মানি, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল সবাই এবার ফেবারিটের তকমা পাচ্ছে। ২০০৬ সালের পর প্রথমবার জার্মানিতে অনুষ্ঠিত হচ্ছে ফুটবলের কোনো বৈশ্বিক টুর্নামেন্ট। এদিকে ২০১৪ বিশ্বকাপ জয়ের পর গত এক দশকে কোনো বড় শিরোপা ঘরে তুলতে পারেনি তারা। এবার ঘরের মাঠে সে ট্রফিখরা কাটানোর সুযোগ পাচ্ছে তারা।
টুর্নামেন্টের অন্যতম ফেবারিট গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স। এবার রিয়াল মাদ্রিদের নতুন সাইনিং কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ইউরোতে অংশ নেবে তারা। গত দুই বিশ্বকাপে ফ্রান্স আলো ছড়ালেও ইউরোর মঞ্চে বরাবরই নিষ্প্রভ তারা। গত দুই যুগে এই শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। ২০০০ সালে সবশেষ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের স্বাদ পেয়েছিল তারা। ২০১৬ সালে ফাইনালে উঠলেও সেবার পর্তুগালের সামনে পা হড়কেছিল ফ্রান্সের। তবে এবার শিরোপা বাদে অন্য কিছু ভাবছেন না দলটির কোচ দিদিয়ের দেশম।
ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালির শক্তি কিছুটা খর্ব হয়েছে। ইউরোজয়ী কোচ রবার্তো মানচিনি এখন আর দলের সঙ্গে নেই। এবার ইতালির ডাগআউটে দাঁড়াবেন নাপোলিকে সিরি আ জেতানো ম্যানেজার লুসিয়ানো স্পালেত্তি।
অন্যদিকে গতবারের রানার্সআপ ইংল্যান্ড আরও একবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের জন্য ঝাঁপাতে তৈরি। গত আসরে প্রথমবারের মতো ফাইনালে উঠে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। এবার শিরোপা জিততে না পারলে চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।
এছাড়া তারুণ্যে ঠাঁসা স্পেন বা বেলজিয়ামের নতুন প্রজন্মকেও হালকা করে দেখার সুযোগ নেই। নিজের ষষ্ঠ এবং সম্ভাব্য শেষ ইউরো আসর রাঙাতে চাইবেন ২০১৬ সালে এই শিরোপা ছুঁয়ে দেখা ক্রিশ্চিয়ানো রোনালদো। সবমিলিয়ে টানটান উত্তেজনাময়, রোমাঞ্চকর এক ফুটবল উৎসবের অপেক্ষায় এখন গোটা বিশ্ব।