Logo
Logo
×

খেলা

‘মেজর সার্জারি’র পরও টিকে যাবেন ‘ক্যাপ্টেন’ বাবর!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০৭:৪২ পিএম

‘মেজর সার্জারি’র পরও টিকে যাবেন ‘ক্যাপ্টেন’ বাবর!

টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র এবং ভারতের কাছে হারের পর পাকিস্তান দলে ‘মেজর সার্জারি’র ইঙ্গিত দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। সাদা বলের ক্রিকেটে দলের অধিনায়ক বাবর আজমকে সরিয়ে দেওয়ার মাধ্যমে সে কাজ শুরু হয় নাকি, তা নিয়ে জল্পনা-কল্পনা ছিল।

তবে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ দিচ্ছে ভিন্ন খবর। পাকিস্তান দলে বড় পরিসরে পরিবর্তন এলেও সাদা বলে পাকিস্তানের অধিনায়ক হিসেবে টিকে যাবেন বাবর আজম। পিসিবির বেশ কয়েকটি সূত্রের সঙ্গে কথা বলে এই তথ্য দিয়েছে জিও নিউজ।

বাবর অধিনায়ক হিসেবে টিকে গেলেও বিশ্বকাপের পর পাকিস্তান দলের চেহারা যে আমূল পাল্টে যাবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। যদিও এখনই কী কী পরিবর্তন আসবে, সে ব্যাপারে মুখ খুলতে চান না পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। গত বুধবার (১২ জুন) পাকিস্তান সংসদ ভবনের সামনে জিও নিউজের সঙ্গে আলাপে নাকভি বলেন, ‘আলোচনা হচ্ছে। তবে এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা ঠিক হবে না।’

ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মতো নাকভিও দলের উপর ক্ষোভ উগড়ে দিয়তেছিলেন। বলেছিলেন, ‘প্রথমে মনে হয়েছিল ছোটখাটো কিছু পরিবর্তন আনলেই কাজ হয়ে যাবে, কিন্তু এখন আমি নিশ্চিত মেজর সার্জারি লাগবে। জলদিই সমর্থকরা দলে পরিবর্তন দেখতে পাবেন।’

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র এবং ভারতের কাছে হারের পর দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পাকিস্তান কানাডাকে হারিয়ে কিছুটা ছন্দে ফিরেছে। আগামী ১৬ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে তারা।

সুপার এইটের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে সে ম্যাচে জিততেই হবে পাকিস্তানের। জিতলে এরপর গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম