Logo
Logo
×

খেলা

যে সমীকরণে সুপার এইটে যেতে পারেন টাইগাররা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ১২:৩৬ পিএম

যে সমীকরণে সুপার এইটে যেতে পারেন টাইগাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের খেলা শেষের দিকে। এখন চলছে সুপার এইটে ওঠার লড়াই। এ ক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই এগিয়ে আছে। দুই ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন অবস্থান করছে টেবিলের দ্বিতীয় স্থানে। তিন ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা।

 এদিকে শান্ত-সাকিবরা মাঠের খেলায় ভালো পারফর্ম করতে না পারলেও সমীকরণ  বাংলাদেশের দিকেই ঝুঁকে আছে। ‘ডি’ গ্রুপের শক্তিশালী দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ইতোমধ্যে বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকাকে  হারিয়ে ২ পয়েন্ট অর্জন করেছেন শান্ত-হৃদয়রা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হেরে যান হৃদয়-মাহমুদউল্লাহরা। 

এই হারের পরও সুপার এইটের দৌড়ে ভালোভাবেই টিকে আছেন টাইগাররা। আর বাকি রয়েছে দুটি ম্যাচ— নেদারল্যান্ডস ও নেপাল। এই দুই ম্যাচ জিতলে আর কোনো হিসাব থাকবে না শান্ত বাহিনীর। তারা সরাসরি চলে যাবেন সুপার এইটে।

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের আবহাওয়া যা বলছে

বাকি দুই ম্যাচ জেতার সমীকরণে যদি-কিন্তুর ওপর নির্ভর করছে। যদি এই দুই ম্যাচের একটিতেও টাইগাররা জেতেন, তারপরও সুপার এইটের পথেই থাকবে বাংলাদেশ। তখন বিপক্ষ দলের ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। আর যদি দুটি ম্যাচেই জিতে যায় বাংলাদেশ, সে ক্ষেত্রে সরাসরি চলে যাবে সুপার এইটে। আর যদি নেদারল্যান্ডস ও নেপাল দুদলের কাছেই হেরে যায়, তাহলে বিদায় নিতে হবে শান্ত বাহিনীকে।

গ্রুপ ‘ডি’-তে আছে —দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম