Logo
Logo
×

খেলা

ভারতের কাছে হারার পরেই আজম খানের ফাস্টফুড খাওয়ার ভিডিও ভাইরাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৪, ০২:৪৪ পিএম

ভারতের কাছে হারার পরেই আজম খানের ফাস্টফুড খাওয়ার ভিডিও ভাইরাল

ভারতের কাছে পাকিস্তান হারার পর মাঠের বাইরে রাস্তায় দাঁড়িয়ে ফাস্ট ফুড খেতে দেখা গেল পাকিস্তানের ১২৫ কিলো ওজনের ক্রিকেটার আজম খানকে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, নিউইয়র্কে রাস্তার পাশের দোকান থেকে খাবার কিনে খাচ্ছেন একজন। পেছন থেকে এক ঝলক দেখে মনে হচ্ছিল, তিনি আজম খান। যদিও ভিডিও সত্যতা যাচাই করা যায়নি।

আজম খান ভারতের বিরুদ্ধে খেলেননি। বিশ্বকাপের আগে ইংল্যান্ড সিরিজে ব্যাট হাতে রান পাননি পাকিস্তানের সাবেক অধিনায়ক মঈন খানের ছেলে। উইকেটের পেছনেও খুব খারাপ করেছেন তিনি। বেশ কয়েকটি ক্যাচ পড়েছে। তারপরও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন আজম। প্রথম বলে শূন্য রানে ফেরেন তিনি। তাই ভারতের বিরুদ্ধে বাদ দেওয়া হয়েছিল তাকে।

আজমের সঙ্গে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সম্পর্ক খুব একটা ভালো নয় বলে খবর। জানা গেছে, আজমকে দলে নেওয়ার বিরুদ্ধে ছিলেন বাবর। কয়েকদিন আগে মাঠে অনুশীলনের সময় আজমের ওজন নিয়ে রসিকতা করেছিলেন তিনি। এ নিয়ে বিতর্ক হয়েছিল।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম