ইউরো মিশনে মাঠে নামার আগেই দলের বড় তারকা ফ্রেঙ্কি ডি ইয়ংকে হারাল নেদারল্যান্ডস। গোড়ালির চোটে আসন্ন ইউরোতে মাঠে নামা হবে না বার্সেলোনায় খেলা এই ডাচ তারকার। খবর ইএসপিএনের।
গত এপ্রিলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো খেলার সময়ই গোড়ালিতে চোট পেয়েছিলেন ডি ইয়ং। যার ফলে বার্সেলোনার হয়ে মৌসুমের শেষ ছয় ম্যাচে মাঠে নামা হয়নি তার।
ডাচ কোচ রোনাল্ড কোমানের ঘোষণা করা ২৬ সদস্যের ইউরো দলে ছিলেন ডি ইয়ং। তবে ডাচ ফুটবল ফেডারেশন এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘সময়ের সঙ্গে দৌড়ে পেরে ওঠেননি’ ডি ইয়ং। চোট কাটিয়ে টুর্নামেন্টের কোনো পর্যায়েই তার মাঠে নামার সম্ভাবনা নেই।
বাংলাদেশের লক্ষ্য এবার ৩ পয়েন্ট
পরে ডি ইয়ং নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে ইউরো থেকে ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেন, ‘ইউরোতে খেলতে না পেরে আমি হতাশ। গত কয়েক সপ্তাহে অনেক পরিশ্রম করেছি, তবে আমার গোড়ালির সেরে উঠতে আরও সময় লাগবে।’
ডি ইয়ংয়ের চোটের বিষয়টি ঠিকঠাকভাবে দেখভাল করতে না পারায় বার্সেলোনাকে দায়ী করেছেন ডাচ কোচ এবং সাবেক বার্সা তারকা কোমান, ‘তারা (বার্সেলোনা) ফ্রেঙ্কির ব্যাপারে ঝুঁকি নিয়েছিল, যার ফলে এখন আমাদের ভুগতে হচ্ছে।’
আগামী ১৬ জুন পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নেদারল্যান্ডসের ইউরো মিশন।