বিতর্কিত মন্তব্য করে হরভজনের কাছে ক্ষমা চাইলেন কামরান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৯:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে টেলিভিশন শোতে কথা বলছিলেন দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমল। কথা বলার এক পর্যায়ে ইনিংসের শেষ ওভারটি করতে আসেন ভারতীয় পেসার আরশদীপ সিং। শেষ ওভারে ম্যাচ জিততে পাকিস্তানের তখন প্রয়োজন ১৮ রান। ওই ওভারে কি হতে পারে তা নিয়ে কথা বলতে গিয়েই বর্ণবাদী মন্তব্য করে বসেন কমরান। যা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে নজরে পড়ে ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিংয়ের। এ নিয়ে এক্সে ক্ষোভও জানান তিনি। যার প্রেক্ষিতে নিজের ভুল বুঝতে পেরে এবার ক্ষমা চাইলেন কামরান আকমল।
ভারত-পাকিস্তান ম্যাচের শেষ ওভারটি আরশদীপ করতে আসলে ম্যাচ জয়ের সম্ভাবনা নিয়ে কামরান আকমল বলেন, ‘যেকোনো কিছুই ঘটতে পারে। ১২টা পেরিয়ে গেছে। কোনো শিখের মধ্যরাতে বল করা উচিত নয়।’
যা নজরে আসলে কামরান আকমলকে সমালোচনা করে এক্সে পোস্ট করেন হরভজন। যেখানে তিনি লিখেন, ‘আপনাকে নিয়ে লজ্জা হয় কামরান আকমল...আপনি শিখদের নিয়ে না জেনেই মুখ খুলেছেন। আমাদের মা ও বোনদের যখন হানাদারেরা অপহরণ করেছিল তখন আমরা শিখরা তাদের বাঁচিয়েছিলাম। সময়টা ছিল ১২ টা। লজ্জিত হও...কিছুটা হলেও কৃতজ্ঞ থাকো কামরান।’
হরভজনের এমন প্রতিক্রিয়ার পর নিজের ভুল বুঝতে পেরেছেন কামরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হরভজনকে ম্যানশন করে বিষয়টির জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি। লেখেন, ‘আমার সাম্প্রতিক মন্তব্যের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত এবং আন্তরিকভাবে হরভজন সিং ও শিখ সম্প্রদায়ের কাছে ক্ষমা প্রার্থী। আমার কথা অনুপযুক্ত ও অসম্মানজনক ছিল। আমি বিশ্বের সকল শিখ সম্প্রদায়কে সম্মান করি এবং আমার উদ্দেশ্য কখনোই তাদেরকে ছোট করা ছিল না। বিষয়টির জন্য সত্যিই আমি দুঃখিত।’