Logo
Logo
×

খেলা

সাকিব কেন অবসর নিচ্ছেন না, প্রশ্ন শেহবাগের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৬:৪৮ পিএম

সাকিব কেন অবসর নিচ্ছেন না, প্রশ্ন শেহবাগের

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান কেন অবসর নিচ্ছেন না, এমন প্রশ্ন তুলেছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্রর শেহবাগ।

সাম্প্রতিক সময়ে অফ-ফর্মে থাকায় সাকিব আল হাসানকে নিয়ে এমন মন্তব্য করেছেন ভারতীয় সাবেক তারকা ওপেনার। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান নবম আসরে ব্যাটে-বলে ছন্দে নেই সাকিব আল হাসান। বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলংকা। সেই ম্যাচে ব্যাট হাতে মাত্র ৮ রান করেছেন সাকিব। গতরাতে নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আউট হয়েছেন মাত্র ৩ রান করে। 

শুধু ব্যাটিংয়েই নয়, বোলিংয়েও হতাশ করছেন সাকিব। দুই ম্যাচে ৪ ওভার বোলিং করে ৯ গড়ে রান খরচ করে পাননি উইকেট সাফল্য। 

শুধু এই বিশ্বকাপই নয়, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও অলরাউন্ড পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছিলেন সাকিব। 

সাকিবের ছন্নছাড়া পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্রর শেহবাগ। তিনি বলেন, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় মনে হয়েছে টি-টোয়েন্টিতে সাকিবের সময় শেষ। দীর্ঘদিন সে অধিনায়ক। সিনিয়র এক ক্রিকেটার। তার সংখ্যা যদি এমন হয়, তার তো লজ্জা থাকা উচিত। তাই না? এমনকি তার বোঝা উচিত যে টি-টোয়েন্টিতে আর সে চলে না। অবসরে যাওয়া উচিত।’ 

এনরিখ নরকিয়ার বলে পুলশট খেলতে গিয়ে মিড উইকেটে এইডেন মার্করামের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাকিব। তার আউট নিয়ে শেহবাগ বলেন, ‘উইকেটে কিছুটা সময় কাটাও। তুমি তো হেইডেন বা গিলক্রিস্ট না যে তুমি শট বলে পুল করতে যাবে। তুমি শুধুই বাংলাদেশের একজন ক্রিকেটার। তোমার মান অনুযায়ী খেল। যখন হুক বা পুল করতে পারছ না, তোমার মতোই শট খেল।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম