Logo
Logo
×

খেলা

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিবাদে জড়ালেন দুই সাবেক ক্রিকেটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৯:৪২ এএম

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিবাদে জড়ালেন দুই সাবেক ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ৬ রানে নাটকীয়ভাবে ম্যাচ হেরেছে পাকিস্তান। তাতে শঙ্কায় পড়ে গেছে পাকিস্তানের সুপার এইটে খেলা। ভারত-পাকিস্তান ম্যাচ শেষ হয়ে গেলেও এখনও রয়ে গেছে এর রেশ। এই যেমন এই ম্যাচকে কেন্দ্র করেই বিবাদে জড়িয়েছে ভারত ও পাকিস্তানের দুই ক্রিকেটার।

এক্ষেত্রে অবশ্য দায়টা পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমলেরই বেশি। ম্যাচের শেষ ওভারে ভারতের পেসার আরশদীপ সিং বল হাতে নিলে টেলিভিশন অনুষ্ঠানে বর্ণবাদী মন্তব্য করে বসেন কামরান। আরশদীপ সিংকে উদ্দেশ্য করে বলেন, ‘যেকোনো কিছু ঘটতে পারে। ইতিমধ্যেই ১২টা বেজে গেছে। কোন শিখকে মাঝরাতে ১২টায় ওভার দেওয়া উচিত নয়।’

আম্পায়ারের ভুলে হার, বাংলাদেশের পাশে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেটার

তার এই বর্ণবাদী মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দ্রুত ছড়িয়ে পড়লে নজরে আসে ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিংয়ের। নিজ গোত্রীয় আরশদীপ সিংয়ের পক্ষ নিয়ে রীতিমতো কামরানকে ধুয়ে দিয়েছেন তিনি।

এক্সে কামরানকে উদ্দেশ্য করে হরভজন লিখেছেন, ‘আপনার নোংরা মুখ খোলার আগে শিখদের ইতিহাস জানা উচিত। আমরা শিখরা আপনার মা-বোনদের বাঁচিয়েছিলাম যখন তারা হানাদারদের দ্বারা অপহৃত হয়েছিল, তখনও সময়টি ছিল ১২টা। সেই জন্য হলেও কিছু কৃতজ্ঞতা প্রকাশ করুন।’

বিশ্বকাপে সুপার এইটের সম্ভাবনা টিকিয়ে রাখতে আজ রাত সাড়ে ৮টায় কানাডার মুখোমুখি হবে পাকিস্তান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম