Logo
Logo
×

খেলা

দ. আফ্রিকার কাছে হারের পর যে আবেগঘন বার্তা দিলেন মাহমুদউল্লাহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৭:৩৬ এএম

দ. আফ্রিকার কাছে হারের পর যে আবেগঘন বার্তা দিলেন মাহমুদউল্লাহ

বাংলাদেশ দলের বড় ভরসার নাম মাহমুদউল্লাহ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করে অবশেষে হেরে গেছে টাইগাররা। হৃদয়-মাহমুদউল্লাহর ৪৪ রানের দুর্দান্ত জুটিতে প্রথমবারের মতো প্রোটিয়াদের প্রায় হারের দোর গোড়ায় পাঠিয়েছিল। কিন্তু না, একেবারে তীরে এসে তরী ডোবাল বাংলাদেশ। 

ম্যাচের শেষ ২ বলে দরকার ৬ রান। মাহমুদউল্লাহ তখন স্ট্রাইকে। টানটান উত্তেজনা। কেশভ মহারাজের হাই ফুলটস বলে মাহমুদউল্লাহ সজোরে হাঁকালেনও। ছক্কা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু লংঅন বাউন্ডারিতে দৌড়ে এসে দারুণ এক ক্যাচ নেন এইডেন মার্করাম। তাতেই স্বপ্ন ভঙ্গ হয় টাইগারদের। বাংলাদেশ দল হেরে যায় চার রানে।

ম্যাচ হারায় আম্পায়ারদের দুষলেন মাশরাফি

এইডেন মার্করাম বলটি তালুবন্দি করার পর মাহমুদউল্লাহ ব্যাট ছেড়ে দুই হাতই মাথায় দিয়ে আফসোস করেছেন। তিনি হয়তো ভেবে ছিলেন আরেকটু জোর দিতে পারলে ছক্কা হয়ে যেত। তাই তো ম্যাচ শেষে নিজের আবেগঘন বার্তা দিলেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। 

মাহমুদউল্লাহ ফেসবুক স্ট্যাটাসে লেখিছেন- ভাগ্য আজ কঠিন ছিল। আমরা আমাদের সব দিয়েছি এবং এত কাছাকাছি এসেছি। অবিশ্বাস্য সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এগিয়ে যেতে থাকব....

বাংলাদেশের লক্ষ্য খুব বড় ছিল না, মাত্র ১১৪ রানের। টাইগাররা শেষ পর্যন্ত থামে ১০৯ রানে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম