Logo
Logo
×

খেলা

বাংলাদেশের লক্ষ্য এবার ৩ পয়েন্ট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৪, ১০:৪৫ পিএম

বাংলাদেশের লক্ষ্য এবার ৩ পয়েন্ট

ছবি: বাফুফে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল কম গোল হজম করা। সে লক্ষ্যে ‘সফল’ হয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে ৭ গোল হজম করলেও ঘরের মাঠে হারের ব্যবধান ২-০ তে নামিয়ে আনতে সক্ষম হয়েছিল হাভিয়ের কাবরেরার দল। এবার লেবাননের বিপক্ষে  বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের লক্ষ্যটা আরও বড়, ৩ পয়েন্ট ঝুলিতে পুরতেই আগামীকাল মঙ্গলবার মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিশ্বকাপ বাছাইয়ে ৫ ম্যাচ খেলা বাংলাদেশ কেবল এক পয়েন্ট পেয়েছে। সে পয়েন্টটি এসেছিল লেবাননের বিপক্ষে। গত নভেম্বরে ঘরের মাঠে পিছিয়ে পড়েও তরুণ শেখ মোরসালিনের দুর্দান্ত এক গোলে এক পয়েন্ট অর্জন করে বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬৪ ধাপ এগিয়ে থাকা দলকে আটকে দিয়ে অনেক আত্মবিশ্বাস কুড়ান জামাল ভূঁইয়ারা।

যদিও বিশ্বকাপ বাছাইয়ের পরের ম্যাচগুলোতে আর সে ধারা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। যার ফলে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। তবে লেবাননের বিপক্ষে শেষটা সুন্দর করতে চান বাংলাদেশ কোচ কাবরেরা, ‘আমরা ইতিবাচক ফল দিয়ে বাছাই শেষ করতে চাই, যেটা র‌্যাঙ্কিংয়েও প্রভাব রাখব এবং পাশাপাশি পরের এশিয়া কাপ বাছাই ও ২০২৫ সালের সাফেও প্রভাব রাখবে।’

লেবাননকে প্রতিপক্ষ হিসেবে ভালোই চেনা বাংলাদেশের। আগেও দুইবার দলটির বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে। প্রতিপক্ষ হিসেবে লেবাননকে সমীহ করে কাবরেরা যোগ করেন, ‘তৃতীয়বারের মতো আমরা লেবাননের মুখোমুখি হচ্ছি । একটু কঠিন দল। বেশ কয়েকবার তারা কোচ বদল করেছে, ভিন্ন ভিন্ন কোচের অধীনে আমাদের সঙ্গে খেলেছে। আগের চেয়ে এখন তারা ভিন্ন একটি দল, বেশি শারীরিক শক্তি নির্ভর।’

ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেল বাংলাদেশ

তবে এই ম্যাচকে সামনে রেখে নিজের পরিকল্পনায় আস্থা রাখছেন কাবরেরা, ‘আমাদের যে গেম প্ল্যান আছে, লেবাননের কৌশলের সঙ্গে মানিয়ে খেলার মতো।’

লেবাননের দুর্বলতার জায়গায় আঘাত করতে পারলে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে বিশ্বাস অধিনায়ক জামাল ভূঁইয়ার, ‘লেবানন অল্প সময়ের মধ্যে তিনটা কোচ বদলেছে। বারবার পরিবর্তন করলে গোছালো ভাবটা থাকে না। তাদের শক্তি ও দুর্বলতার বিষয় নিয়েও আলোচনা করেছি। সে জায়গাগুলোতে আঘাত করতে পারলে আমরা ইতিবাচক ফল পাব।’

উল্লেখ্য, মঙ্গলবার (১১ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় কাতারের আল রাইয়ানে অবস্থিত খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ ‘আই’-তে ৫ ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন তলানিতে অবস্থান করছে। ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের উপরের স্থানে রয়েছে লেবানন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম