Logo
Logo
×

খেলা

‘শুন্য’র কীর্তি গড়ে বাদ সৌম্য

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৪, ০৮:৩৫ পিএম

‘শুন্য’র কীর্তি গড়ে বাদ সৌম্য

সৌম্য সরকার। ছবি: সংগৃহীত

শ্রীলংকার বিপক্ষে ২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি সৌম্য সরকার। সে ম্যাচে ডাক মারার মধ্য দিয়ে বিব্রতকর এক রেকর্ডের বাংলাদেশের এই ওপেনার। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ ১৩ বার রানের খাতা খোলার আগেই ফিরেছেন সৌম্য। সেই বিব্রতকর কীর্তির পর এবার একাদশ থেকে বাদ পড়লেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের একাদশে সৌম্যর বদলি হিসেবে দলে প্রবেশ করেছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক।

যুক্তরাষ্ট্র সিরিজে শেষ ম্যাচে সৌম্য সরকারের ব্যাটে রান দেখা গেলেও প্রথম দুই ম্যাচে যথাক্রমে ২০ এবং ০ রানে সাজঘরের পথ ধরেছিলেন। তবু বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে দলে রেখেছিল টিম ম্যানেজমেন্ট।

কিন্তু শ্রীলংকার বিপক্ষে দলের বিপদ বাড়িয়ে সৌম্যের ফেরার ধরন দলে তার অবস্থান নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। ধনঞ্জয়া ডি সিলভার বল সজোরে হাঁকাতে গিয়ে উল্টো মিড অনে লংকান অধিনায়ক হাসানরাঙ্গার ক্যাচ হয়ে ফেরেন তিনি।

যদিও পরে তাওহিদ হৃদয়ের ২০ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস এবং মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম