Logo
Logo
×

খেলা

বাবরদের ধুয়ে দিলেন সাবেক ক্রিকেটাররা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৪, ০৮:১৯ পিএম

বাবরদের ধুয়ে দিলেন সাবেক ক্রিকেটাররা

ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের এমন অবিশ্বাস্য হার মেনে নিতে পারছেন না সাবেক ক্রিকেটাররা। 

শোয়েব আখতার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন- ‘ম্যাচ দেখে হতাশ ও দুঃখিত। সারা দেশ মর্মাহত। দেশের জার্সি পরে নামা মানে দেশকে গর্বিত করার সুযোগ পাওয়া। এ সুযোগ হেলায় হারাল পাকিস্তান। জয়ের জন্য নিজের সেরাটা উজাড় করে দিতে হয়। আমার মনে হয় পাকিস্তান জেতার যোগ্য দলই নয়।’

আরেক সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনুস বলেন, ‘বুমরাহ সত্যিকারের কিংবদন্তি। গত বছর ওয়ানডে বিশ্বকাপে আহমেদাবাদের মাটিতে ও একই জায়গায় নিখুঁত বল করেছিল। মাঠ পাল্টে গেলেও ওর সেই অভ্যাস কিন্তু পাল্টায়নি। এখানেও নিখুঁত লাইন লেংথে বল রেখে পাকিস্তানকে হারিয়ে দিল।’

এর আগে অধিনায়ক বাবর আজম হারের জন্য দায়ী করেন ব্যাটারদের। ম্যাচ শেষে বাবর বলেন, ‘আমি মনে করি তারা শেষ দশ ওভারে ভালো বোলিং করেছে। আমরা মাত্র ১২০ রান তাড়া করছিলাম। প্রথম ১০ ওভারে ভালো অবস্থানে ছিলাম। কিন্তু এরপরই টানা উইকেট হারিয়েছি। আমাদের পরিকল্পনা ছিল যে এক-দুই রান করে নেব এবং খারাপ বল পেলে মারব; কিন্তু এ সময়ে আমরা অনেক বেশি ডট বল খেলি; যা আমাদের চাপে ফেলে।’

বাবর বলেন, ‘আমরা নিচের সারির ব্যাটারদের থেকে খুব বেশি কিছু আশা করতে পারি না। প্রথম ৫-৬ ওভারে ভালো অবস্থানে ছিলাম। বল খুব ভালোভাবে ব্যাটে আসছিল। কিছুটা স্লো ছিল যদিও। কিছু বল অতিরিক্ত বাউন্স করছিল। আসলে ড্রপ ইন পিচ, তাই এমনটা প্রত্যাশিত।’
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম