Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে ভারত যাবে খেলতে?

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৪, ১২:০০ এএম

চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে ভারত যাবে খেলতে?

টি ২০ বিশ্বকাপ খেলতে ব্যস্ত রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এর মধ্যে প্রকাশ পেল আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সময়। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে। জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। স্বভাবতই প্রশ্ন থাকছে ভারতের অংশগ্রহণ নিয়ে।

আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ২০ দিন সময় নির্দিষ্ট করেছে আইসিসি। আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও আইসিসি সূত্রে খবর, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেরা আটটি দল একদিনের ক্রিকেটের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। চ্যাম্পিয়ন্স ট্রফির দিন অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। আইসিসির বোর্ড সদস্যদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

২০১৭ সালে শেষবার হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। সেবার

ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।

প্রতিযোগিতা পাকিস্তানেই হবে বলে জানিয়েছে আইসিসি। ফলে ভারতের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভারতের কেন্দ্রীয় সরকার ক্রিকেট দলের পাকিস্তান সফরের অনুমতি দেয় না। রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ রয়েছে বেশ কয়েক বছর ধরে। এই পরিস্থিতিতে গত এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। মূল আয়োজক পাকিস্তান থাকলেও কিছু ম্যাচ হয়েছিল শ্রীলংকায়। রোহিত, কোহলিরা সব ম্যাচ খেলেছিলেন দ্বীপরাষ্ট্রে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিও একইভাবে হতে পারে। ভারতীয় দলের ম্যাচগুলো অন্য কোনো দেশে হতে পারে। যদিও আইসিসি এ ব্যাপারে কিছু জানায়নি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতীয় দলের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস দিয়েছে। ভারতের সব ম্যাচ লাহোরে আয়োজন করার কথা বলেছে। এর ফলে ভারতীয় দলকে সফর করতে হবে না পাকিস্তানের মধ্যে। একই জায়গায় থেকে প্রতিযোগিতা খেলার সুযোগ পাবে। কড়া নিরাপত্তার মধ্যে রাখা হবে রোহিত-কোহলিদের। অন্যদিকে, ওয়াঘা-আর্টারি সীমান্ত দিয়ে সহজে দলে খেলা দেখতে যেতে পারবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম