টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এই ম্যাচের ওপর নির্ভর করছে পাকিস্তানের সুপার এইটে খেলার ভাগ্য।
বিশ্বকাপের ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান। এবারের আসরের শুরুতেই যুক্তরাষ্ট্রের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে হেরে কোণঠাসা হয়ে পড়েছে দলটি। আজ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে গেলে সুপার এইটে ওঠার রাস্তা কঠিন হয়ে যাবে বাবর আজমদের জন্য।
অন্যদিকে ভারতীয় ক্রিকেট দল নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে। আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের সুপার এইটের পথে একধাপ এগিয়ে যেতে চায় বিরাট কোহলি-রোহিত শর্মারা।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শুভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরাহ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির ও হারিস রউফ।