ছবি: সংগৃহীত
চলতি বছরের অক্টোবরে মাঠে গড়াবে নারীদের সাফ চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা। টানা দ্বিতীয়বার নেপালেই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
আজ শনিবার হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপিং। এবারও গ্রুপে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পাচ্ছেন সাবিনা খাতুনরা। গ্রুপ ‘এ’তে বাংলাদেশ ও ভারতের প্রতিপক্ষ হিসেবে আছে পাকিস্তান।
২০২২ নারী সাফেও ভারত এবং পাকিস্তানের সঙ্গে গ্রুপপর্বে দেখা হয়েছিল বাংলাদেশের। টুর্নামেন্টে সাত দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘বি’তে জায়গা পেয়েছে মালদ্বীপ, ভুটান, শ্রীলংকা এবং স্বাগতিক নেপাল।
যেহেতু বাংলাদেশর গ্রুপে দল তিনটি,তাই ভারত অথবা পাকিস্তানের মধ্যে যেকোনো একটি ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের।
গতবার সাফের শিরোপা জয়ের পর ছাদখোলা বাসে ঢাকায় ফুটবলপ্রেমীদের সঙ্গে শিরোপার আনন্দ ভাগাভাগি করে নিয়েছিলেন সাবিনা-সানজিদারা। এবারও শিরোপাকে পাখির চোখ করেই নেপালের উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ নারী ফুটবল দল।
শুধু মেয়েদের সাফই নয়, আজ সাফের বয়সভিত্তিক দুটি টুর্নামেন্টেরও ড্র অনুষ্ঠিত হয়েছে। অনূর্ধ্ব-২০ ছেলেদের সাফের ড্রয়ে নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকার সঙ্গে গ্রুপ ‘এ’তে ঠাঁই হয়েছে বাংলাদেশের। এছাড়া অনূর্ধ্ব-১৭ ছেলেদের সাফে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভারত ও মালদ্বীপ।