Logo
Logo
×

খেলা

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটুকু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৪, ০৯:১৬ পিএম

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটুকু

ছবি: সংগৃহীত

রাত পোহালেই শুরু হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। প্রতিপক্ষ শ্রীলংকা। সাম্প্রতিক সময়ে ক্রিকেট দুনিয়ার রোমাঞ্চকর এক লড়াইয়ে পরিণত হয়েছে এই লংকা-বাংলা ডার্বি। দুই দেশের খেলার উত্তাপ শুধু মাঠেই সীমাবদ্ধ থাকে না, কথার লড়াই ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও।

শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি মাঠে গড়াবে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। চলতি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর ভাগ্য নির্ধারণে বৃষ্টি বড় ভূমিকা রাখতে পারে। এরই মধ্যে ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। সে ম্যাচ থেকে স্কটল্যান্ডের পাওয়া এক পয়েন্ট যে গ্রুপের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে, তা আঁচ করাই যায়।

তবে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর রয়েছে। এই ম্যাচের সময় ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তাপমাত্রা। মাঠে বাতাসের গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ১৬ কিলোমিটার। বাতাসে আর্দ্রতার মাত্রা থাকবে ৬০ শতাংশের কাছাকাছি।

প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড খুব একটা সুবিধার নয়। দুইবারের দেখায় প্রত্যেকবারই শেষ হাসি ছিল লংকানদের। তবে এবারের বিশ্বকাপে দুই দলের অবস্থাই নাজুক। শ্রীলংকা নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ রানে অলআউট হওয়ার পর হেরেছে ৬ উইকেটে।

বিশ্বকাপের ঠিক আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরে টালমাটাল বাংলাদেশ দলও। সে ‘দুর্যোগের’ পর বিশ্বকাপের শুরুটা অন্তত ভালোভাবে করতে চান নাজমুল হোসেন শান্তরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম