‘গোল্ডেন ডাক’ মারার পর ভক্তের সঙ্গে রেগে গেলেন আজম খান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৪, ০৫:২৯ পিএম
আজম খান। ছবি: সংগৃহীত
ব্যাটে রান নেই। মাঠের বাইরে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। আজম খানের সময়টা একেবারেই পক্ষে নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগে থেকেই নিন্দুকদের নিশানায় ছিলেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ‘অঘটন’-এর ম্যাচে ‘গোল্ডেন ডাক’ মেরে সমালোচনার আগুনে যেন ঘি ঢেলে দিয়েছেন তিনি।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে আউট হয়ে সাজঘরে ফেরার সময় গ্যালারিতে থাকা এক সমর্থকের সঙ্গে রেগে যান আজম খান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাজঘরে যাওয়ার পথে গ্যালারিতে থাকা এক সমর্থকের দিকে রেগেমেগে কিছুক্ষণ তাকিয়ে থাকেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার মঈন খানের ছেলে আজম খান।
পাকিস্তান ইনিংসের ১৩তম ওভারে ব্যাট করতে নেমেই নস্টুশ কেনজিগের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ২৫ বছর বয়সি এই ব্যাটার।
ম্যাচে তার দল পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটনের শিকার হয়েছে। সুপার ওভারে যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেছে গ্রিন শার্টধারীরা। টসে হেরে রুগ্ন ব্যাটিং প্রদর্শনীতে ৭ উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান। জবাব দিতে নেমে ২০ ওভারে ৩ উইকেটে সমান ১৫৯ রান তোলে যুক্তরাষ্ট্র।
পরে সুপার ওভারে আগে ব্যাট করে মোহাম্মদ আমিরের করা এক ওভারে ১৮ রান তোলে স্বাগতিকরা। কিন্তু ১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইফতিখার আহমেদের উইকেট হারিয়ে পাকিস্তান সুপার ওভারে ১৩ রানের বেশি তুলতে পারেনি।