হারিস রউফের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ যুক্তরাষ্ট্র দলের সদস্যের
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৪, ০৪:২৫ পিএম
![হারিস রউফের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ যুক্তরাষ্ট্র দলের সদস্যের](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/06/07/image-814004-1717755902.jpg)
হারিস রউফ। ছবি: সংগৃহীত
এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা! যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে এমনিতেই টালমাটাল পাকিস্তান ক্রিকেট। তার উপর এবার দেশটির পেসার হারিস রউফের বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ও যুক্তরাষ্ট্রের দলের সদস্য রাসটি থেরন।
যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের বিব্রতকর হারের পর সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) করা এক পোস্টে হারিস রউফের দিকে আঙুল তুলেছেন থেরন। আইসিসিকে মেনশন দিয়ে করা সে পোস্টে যুক্তরাষ্ট্র দলের এই সদস্য লিখেছেন, ‘আমরা কি শুধু এমন ভান করতে যাব যে পাকিস্তান এই সদ্য পরিবর্তিত বল নখের আঁচড় দিচ্ছে না? মাত্র ২ ওভার আগে পরিবর্তন হওয়া বলটি দিয়ে রিভার্স সুইং করার চেষ্টা? পুরোপুরি দেখা যাচ্ছে যে হারিস রউফ মিজের মার্কের উপর দাঁড়িয়ে বলে নখ ব্যবহার করছেন।’
১৪ তম ওভারের প্রথম বলে অ্যান্ড্রিস গাউসের স্টাম্প উড়িয়ে দেন হারিস রউফ। সে বলে হালকা রিভার্স সুইং হয়েছিল। তখনই এক্স-এ থেরন বল টেম্পারিংয়ের অভিযোগ তুলে সে পোস্ট করেন।
আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৭ উইকেটে ১৫৯ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। সে রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৯ রান করে ম্যাচ টাই করে যুক্তরাষ্ট্র।
সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১ উইকেটে ১৮ রান করে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির সুপার ওভারে তিনটি ওয়াইড বল করেন। দুটি ওয়াউড বলে দৌড়ে প্রান্ত বদল করেন দুই ব্যাটার। একটি ওয়াইড বলে বাড়তি ২ রান নেন তারা। সুপার ওভারে অতিরিক্ত ৭ রান খরচ করে পাকিস্তান।
জয়ের জন্য সুপার ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৯ রান। ইফতিখার আহমেদের উইকেট হারিয়ে ১৩ রানের বেশি করতে পারেননি সাবেক চ্যাম্পিয়নরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে জিতে ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্র।