Logo
Logo
×

খেলা

‌‘আজম খানকে দলে রাখা উচিত না’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৪, ১২:৫৮ পিএম

‌‘আজম খানকে দলে রাখা উচিত না’

মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তানের লজ্জাজনক পরাজয়ের পরে দলের পারফরম্যান্স এবং নির্বাচকদের ওপর হতাশা প্রকাশ করেছেন ক্রিকেট ভক্তরা।

ম্যাচ শেষ হওয়ার পর জিও নিউজের সঙ্গে কথা বলনে ভক্তরা। হারের জন্য আজম খানের ওপরে ক্ষেপে যান তারা।

জিও নিউজকে এক দর্শক বলেন, আজকে অনেক হতাশ হয়েছি। জাতীয় দলে আজম খানের ব্যাট কখন হাসতে দেখা যায় না, তারপরও নির্বাচকরা এখনো তাকে দলে অন্তর্ভুক্ত করে রেখেছে। সে ফিল্ডিং জানে না এবং প্রথম বলেই সে আউট হয়ে গেছে।

 সুপার ওভারে নাটকীয়তায় পূর্ণ পাকিস্তান-যুক্তরাষ্ট্রের ম্যাচ

ম্যাচ হেরে পাক অধিনায়ক বাবর আজম বলেন, ‘প্রথম ৬ ওভারে আমরা সেভাবে মানিয়ে নিতে পারিনি। একটার পর একটা উইকেট যাওয়াতে আমরা পিছিয়ে পড়ছিলাম। ব্যাটার হিসেবে জুটি গড়তে আপনাকে এগিয়ে আসতে হবে। আমরা বোলিংয়ে প্রথম ৬ ওভার খারাপ করেছি। আমাদের স্পিনাররাও উইকেট নিতে পারেনি।’

পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ১৬০ রানের টার্গেট দেয় যুক্তরাষ্ট্রকে। জবাবে শেষ ওভারের শেষ বলে ৩ উইকেট হারিয়ে সমতা আনে যুক্তরাষ্ট্র। এর পর হয় সুপার ওভার।

সুপার ওভারে পাকিস্তানের মোহাম্মদ আমির হাতে বল তুলে নেন এবং যুক্তরাষ্ট্র এক উইকেটে করে ১৮ রান। জবাবে পাকিস্তান করে মাত্র ১৩ রান। ৫ রানে জয় পায় যুক্তরাষ্ট্র।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম