Logo
Logo
×

খেলা

যেভাবে দেখবেন বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বৈরথ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৪, ০৫:০২ পিএম

যেভাবে দেখবেন বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বৈরথ

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরতি লেগে মাঠে নামছে বাংলাদেশ। এবার খেলা নিজেদের মাঠেই, বসুন্ধরা কিংস অ্যারেনায়। ফিফা র‌্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কিন্তু অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সে ম্যাচ ৭-০ গোলে হারতে হয়েছিল জামাল ভূঁইয়াদের।

নিয়মিত বিশ্বকাপে খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্ন অলীক কল্পনাই। বাংলাদেশ তাই নিজেদের লক্ষ্য একটু অন্যরকম রেখেছে। কী সেই লক্ষ্য? ‘গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ গোল হজম করেছিলাম। এবার দেশের মাঠে পারফরম্যান্সের উন্নতি চাই। অস্ট্রেলিয়ার মাটিতে এত গোল হজমের মূল কারণ ছিল, আমরা দ্রুত গোল খেয়েছিলাম। কালকের ম্যাচে যেন এমনটা না হয়, সেটি (নিশ্চিত করাই) আমাদের দায়িত্ব’-জানালেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া গ্রুপ ‘আই’-এ রয়েছে। তাদের অন্য দুই গ্রুপসঙ্গী লেবানন এবং ফিলিস্তিন। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে কেবল এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে রয়েছে বাংলাদেশ।

অন্যদিকে ৪ ম্যাচ থেকে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এশিয়ান ফুটবলের জায়ান্ট অস্ট্রেলিয়া।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার এই অসম দ্বৈরথ যদি মাঠে বসে উপভোগ না করতে পারেন, তবে চোখ রাখতে পারেন টিভি পর্দায়। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় পৌনে পাঁচটায় শুরু হওয়া ম্যাচটি দেখতে পাবেন টি-স্পোর্টসের পর্দায়। এছাড়া মুঠোফোনে টি-স্পোর্টস অ্যাপে খেলা দেখতে পাবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম